নিজস্ব প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

জন্মদিনে নানা আয়োজন

পিঠে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে আনিসুজ্জামান

বিদেশে চিকিৎসা করিয়ে ফেরার ৯ দিনের মাথায় পিঠে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন অধ?্যাপক আনিসুজ্জামান। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইমেরিটাস অধ্যাপকের ৮১তম জন্মবার্ষিকী ঘিরে ছিল নানা আয়োজন। ঠান্ডাজনিত অসুস্থতার সঙ্গে মেরুদন্ডে তীব্র ব্যথা অনুভবের পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে থাইল্যান্ড নেওয়া হয়েছিল তাকে। চিকিৎসা নিয়ে তিনি গত ৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। এই কয়দিন কিছুটা ভালো থাকলেও পিঠের ব্যথা আবার বেড়ে যাওয়ায় শনিবার সকালে তাকে বিএসএমএমইউতে ইন্টার্নাল মেডিসিন বিভাগের অধ্যাপক আতিকুল হকের অধীনে ভর্তি করা হয়। তবে ৮১তম জন্মদিন উপলক্ষে তাকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে আনন্দ জামান।

তিনি জানান, থাইল্যান্ডের চিকিৎসক বলেছিলেন, পিঠের ব্যথা সেরে যাবে। কিন্তু কোনো উন্নতি হয়নি। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র শুক্রবার বিএসএমএমইউতে পাঠানো হয়েছিল।

শনিবার সকালে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বাবাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। ফুসফুসে সংক্রমণ থেকে পিঠে ব্যথা খুব বেড়ে গেছে জানিয়ে অধ্যাপক আতিকুল হক এই আনিসুজ্জামানকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist