চট্টগ্রাম ব্যুরো

  ০৪ জুন, ২০১৯

চট্টগ্রামে হবে ১৬৪টি ঈদ জামাত

এবারের ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মাঠসহ নগরীর ৪১টি ওয়ার্ডে ১৬৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠের ঈদ জামাতের প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরিদর্শনকালে তিনি ঈদ জামাতের প্যান্ডেল, প্যান্ডেল আলোবাতি ও ফ্যানের ব্যবস্থাপনাসহ যাবতীয় বিষয়গুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তার সঙ্গে কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন, মোহাম্মদ ইসমাইল, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক ঝুলন দাশ, ব্যবসায়ী হাজী মোহাম্মদ শাহবুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সিটি মেয়র সাংবাদিকদের সঙ্গে ঈদ জামাত প্রস্তুতি সম্পর্কে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে একটি করে প্রধান ঈদ জামাতসহ নগরীর ৪১টি ওয়ার্ডে ১৬৪টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে ঈদ জামাতস্থল পুরোপুরিভাবে নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। পুরো এলাকা ২১টি সিসিটিভির আওতায় আনা হবে। এ সময় তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close