এস এইচ এম তরিকুল, রাজশাহী

  ২৫ মে, ২০১৯

ঈদ উদ্‌যাপনে রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উদ্্যাপনে সরকারের পক্ষ থেকে রাজশাহী জেলায় ১ লাখ ৫৪ হাজার ২৫০ জন দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে। সরকারিভাবে দুস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় ঈদের আগেই জেলার প্রত্যেক উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই চাল বিতরণ করা হবে। তালিকাভুক্ত এসব প্রত্যেক পরিবার চাল পাবে ১৫ কেজি করে। এ তথ্য নিশ্চিত করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক প্রতিদিনের সংবাদকে জানান, ‘জেলার ১৪টি পৌরসভার জন্য মোট ৭৩৯ টন চাল বরাদ্দ হয়েছে। আর জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদের জন্য চাল বরাদ্দ এসেছে ১ হাজার ৫৭৪ টন।’

তিনি জানান, ‘জেলার গোদাগাড়ী, তাহেরপুর, নওহাটা, কাঁকনহাট ও বাঘা পৌরসভার প্রত্যেকটিতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৪ হাজার ৬২১টি। এসব পৌরসভার প্রত্যেকটিতে বরাদ্দকৃত চালের পরিমাণ ৬৯ দশমিক ৩১৫ টন। এছাড়া মুন্ডুমালা, কেশরহাট, চারঘাট, আড়ানী, ভবানীগঞ্জ, পুঠিয়া, দুর্গাপুর ও কাটাখালী পৌরসভায় প্রত্যেকটিতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৩ হাজার ৮১টি। এসব পৌরসভায় বরাদ্দকৃত চালের পরিমাণ ৪৬ দশমিক ২১৫ টন করে। আর তানোর পৌরসভায় কার্ডধারী পরিবারের সংখ্যা ১ হাজার ৫৪০টি। এ পৌরসভায় চাল বরাদ্দ করা হয়েছে ২৩ দশমিক ১০০ টন।’ত্রাণ ও পুনর্বাসনের এই কর্মকর্তা বলেন, ‘এবার ইউনিয়ন পর্যায়ে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৫৭টি। এর মধ্যে গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়নের জন্য চাল বরাদ্দ করা হয়েছে ২৮৩ দশমিক ২১৫ টন। এ উপজেলায় ভিজিএফ চাল পাবে ১৮ হাজার ৮৮১টি পরিবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close