নিজস্ব প্রতিবেদক

  ১০ নভেম্বর, ২০১৮

সৈয়দ আশরাফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গুলশানের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, সংগঠনের সহসভাপতি চিত্রনায়িকা ফারহানা আমিন নূতন, অরুণা বিশ্বাস, সহসভাপতি মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জাফর আহমেদ জয়, অভিনেত্রী সাবিনা ইয়াসমিন দোলা, আজাদ খান, শাহ আলম, অভিনেত্রী শম্পা রহমান, অভিনেত্রী পারুল আক্তার লোপা, কণ্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার, মাধবী সরকার, দিলীপ সরকার, হাবিব উল্লাহ রিপনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সভাপতিম-লীর অন্যতম সদস্য। গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এর আগে গত ৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থতার কথা জানান তার ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম। তিনি বলেছিলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছেন। তিনি পরিবারের সদস্যসহ কাউকে চিনতে পারছেন না।

এ পরিস্থিতিতে এ সময় তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখন রাজনীতি নয়, তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।’

সৈয়দ শাফায়াতুল ইসলাম আরো বলেছিলেন, ‘আমার ভাইয়ের অসুস্থতা নিয়ে অনেকেই মিথ্যা কথা বলছে। দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসার কথা বলছে। এসব পুরোপুরি মিথ্যা কথা। সৈয়দ আশরাফ একজনই, তিনি অপ্রতিদ্বন্দ্বী। একদিন বাংলাদেশের ইতিহাস লেখা হবে তখন তিনি সৈয়দ নজরুল ইসলামকে (তাদের বাবা) ছাড়িয়ে যাবেন। তিনি হবেন ইতিহাসের মহানায়ক।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close