শাবিপ্রবি প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০১৮

বললেন জাফর ইকবাল

৫৬ শতাংশ কোটা অনেক বেশি

সরকারি চাকরিতে কোটা ন্যায়সঙ্গত পর্যায়ে নামিয়ে আনা দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করে তিনি। তার মতে ৫৬ শতাংশ কোটা এখনকার পরিস্থিতিতে অনেক বেশি। এই শিক্ষাবিদ বলেন, ‘বর্তমান পরিস্তিতিতে ৫৬ শতাংশ কোটা অনেক বেশি। এক সময় এটার প্রয়োজন ছিল তবে তা এখন একটা সঙ্গত সংখ্যায় নামিয়ে আনা দরকার। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি যেন কোনোভাবেই অশ্রদ্ধা না হয় সেইদিকে খেয়াল রাখার আহ্বান জানান।’ বর্তমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে না জড়াতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘যখন সরকার কোনো কিছুর সম্মুখীন হয় তখন পুলিশের সঙ্গে ছাত্রলীগও এসে পড়ে। ছাত্রলীগ যারা করে তারাও তো ছাত্র, তাদেরও পড়াশোনা দরকার। তারা যেন কোনো ভুল না করে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যেন কোনো সংঘাত সৃষ্টি না হয়।’

তিনি আরো বলেন, ‘তরুণ প্রজন্মের ওপর আমার আস্থা রয়েছে। ৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত সব গুরুত্বপূর্ণ আন্দোলনে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist