ক্রীড়া প্রতিবেদক

  ২১ নভেম্বর, ২০১৯

নাটকীয় জয়ে ফাইনালে পাকিস্তান

মুখোমুখি যখন ভারত-পাকিস্তান, তখন যেকোনো পর্যায়ের ক্রিকেটেই তা উত্তাপ ছড়ায়। স্নায়ুর চাপ থাকে বাড়তি। জয়ের খুশি বা হারের বেদনা, দুটির তীব্রতাই অনেক বেশি। কাল তার আরেকটি নমুনা দেখা গেল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুদেশের উদীয়মানদের লড়াইয়ে নাটকীয় জয়ে পাকিস্তান যেন মেতে উঠল বিশ্ব জয়ের উৎসবে। হতাশায় নুইয়ে পড়ল ভারত।

এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের রোমাঞ্চকর সেমিফাইনালে ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। দ্বতীয় সেমি-ফাইনালে আজ মিরপুরেই আফগানিস্তানের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ।

টূর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতকাল বুধবার পাকিস্তানের ২৬৭ রান তাড়ায় ভারত ছিল জয়ের পথেই। শেষ ৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে প্রয়োজন ছিল মাত্র ২৬ রান। কিন্তু পাকিস্তানের দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে সেই পথটুকুও পাড়ি দিতে পারেনি ভারত। থমকে গেছে ২৬৪ রানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close