ক্রীড়া ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৯

শোকাহত ম্যাককালাম

বিশ্বের যে কটি শান্তিপ্রিয় দেশ আছে, তার মধ্যে একটি নিউজিল্যান্ড। ছবির মতোই সুন্দর দেশটির একেকটি শহর। সেই শহরগুলোর একটি ক্রাইস্টচার্চ। পরশু শহরে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরো অনেক নিরীহ মানুষ। এ ঘটনার গুরুত্ব বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল ক্রাইস্টচার্চে আল নুর মসজিদের খুব কাছে থাকায়। দেরি করে মসজিদে না এলে হয়তো গুলিবিদ্ধ হতে পারতেন মাহমুদউল্লাহ, তামিম ও মুশফিকরা।

এ ঘটনায় সারা বিশ্ব ঢেকে গেছে শোকের চাদরে। ন্যক্কারজনক এ হামলার ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বনেতারা। ক্ষোভ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররও। মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম লিখেছেন, ‘আমাদের দেশের ইতিহাসের অন্যতম কালো দিন আজ (শুক্রবার)। আমার দেশের মানুষ ও মুসলিম ভাই-বোনদের প্রতি আমি আমার সহমর্মিতা জানাই।’ সমবেদনা ঝরেছে পেসার মিচেল ম্যাকলেনাহানের কণ্ঠ থেকেও, ‘যতই পড়ছি, ততই কান্না পাচ্ছে। আমার ঘৃণায় বমি চলে আসছে। আমার দেশের সব মানুষের প্রতি আমার ভালোবাসা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close