ক্রীড়া ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

ম্যানইউ কিনবেন না সৌদি যুবরাজ

ম্যানচেস্টার ইউনাইটেডের অর্ধেক স্বত্বাধিকার সংযুক্ত আরব আমিরাতের সুলতান পরিবারের। বাকি অর্ধেকের এবার মালিক হতে চান সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এমন খবর কয়েক মাস ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। চলতি মৌসুমের শেষের দিকেই নাকি সৌদি যুবরাজ ক্লাবটির মালিকানা নিয়ে নিতে পারেন, এমন দাবি অনেক গণমাধ্যমের।

বর্তমানে ইউনাইটেডের মালিক গ্লাজার পরিবার। যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদপত্র ‘দ্য সান’ এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের কাছ থেকে চলতি মৌসুমের শেষের দিকেই ক্লাবের মালিকানা বুঝে নিতে ৩৮০ কোটি পাউন্ডের দফারফা হচ্ছে সৌদ পরিবারের সঙ্গে।

তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে সৌদি পরিবারের পক্ষ থেকে মিডিয়ামন্ত্রী তুর্কি আল-শাবানাহ টুইটারে জানিয়েছেন, এমন গুঞ্জনের কোনো সত্যতা নেই। মোহাম্মদ বিন সালমান ম্যানইউ কিনবেন বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি মিথ্যা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close