ক্রীড়া ডেস্ক

  ০৭ ডিসেম্বর, ২০১৮

লিভারপুল-টটেনহামের রাতে চেলসির হার

ওল্ড ট্রাফোর্ডে রোমাঞ্চকর ড্র

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পরশু দুই-দুইবার পিছিয়ে পড়েও আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ২০ ম্যাচে অপরাজিত থাকার অভিযানটা ধরে রেখেছে কোচ উনাই এমেরির শিষ্যরা। তবে গত শনিবার টটেনহামের বিপক্ষে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চার নাম্বারে উঠে এলেও গানাররা নেমে গেছে পাঁচে।

প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়বঞ্চিত ম্যানইউ। গত তিন ম্যাচে ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে পরশু কোচ মরিনহো পল পগবা সাইড বেঞ্চে রেখেই মূল একাদশ সাজিয়েছিলেন। কিন্তু গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুলে গানারদের ২৬ মিনিটে এগিয়ে দেন মুস্তফি। চার মিনিট পরই ব্যবধান গুছান অ্যান্তনি মার্শাল। দ্বিতীয়বারও রেড ডেভিল পিছিয়ে পড়ে নিজেদের ভুলে। ৬৮ মিনিটে মার্কোস রোহো দলকে বিপদমুক্ত করতে গিয়ে বল জড়িয়ে দেন নিজেদের জালে। ভাগ্যিস জেসে লিঙ্গার্ড ছিলেন। এক মিনিট পরই মরিনহোর ‘পাগলা কুকুর’ এই ইংলিশ মিডফিল্ডারের গোলে সমতায় ফিরে ইউনাইটেড। ৭৫ মিনিটে পগবাকে মাঠে নামালেও আর কোনো সুযোগ তুলতে পারেনি মরিনহোর দল।

তবে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে সমতায় ফিরতে পারায় স্বস্তি ছুঁয়ে গেছে মরিনহোকে। ম্যাচে ইউনাইটেড ‘বড় হৃদয় ও আত্মার’ পরিচয় দিয়েছে জানান স্পেশাল ওয়ান কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ আরো বলেন, ‘আমরা সব সময় ভুল করেছি এবং ভুলের মাশুল দিতে হয়েছে। আজও এমন হয়েছে কিন্তু আমাদের স্পৃহা ও লড়াইয়ের মানসিকতা ছিল। এটিই দলের কৃতিত্ব।’ একইদিনে বড় জয় পেয়েছে লিভারপুল। বার্নলির মাঠে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয়

পেয়েছে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গোল পেয়েছেন জেমস মিলনার, রবার্তো ফিরমিনো ও জাদরান শাকিরি। প্রিমিয়ার লিগে শেষ ১৫ ম্যাচে এখনো হারের স্বাদ পায়নি অলরেডরা।

তবে গত ম্যাচে আর্সেনালের বিপক্ষে হারের ক্ষত ভুলে পরশু পয়েন্ট টেবিলে বড় লাফটা দিয়েছে টটেনহাম। স্পার্সরা ঘরের মাঠ ওয়েম্বলিতে ৩-১ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটনকে। গোল পেয়েছে হ্যারি কেন, লুকাস মাউরো ও সন হিয়ুং মিন। নগর প্রতিদ্বন্দ্বীদের আনন্দের দিনে লন্ডনের আরেক ক্লাব চেলসির অভিজ্ঞতাটা হয়েছে ভিন্ন। ১৮ মিনিটে রোবেন লফটাস চিকের গোলে এগিয়ে যাওয়ার পরও মৌসুমের দ্বিতীয় হার কপালে জুটেছে ব্লুজদের। কোচ মাউরিজিও সারির শিষ্যরা ২-১ গোলে হেরেছে উলভারহ্যাম্পটনের মাঠে।

এই হারে টেবিলের তৃতীয় স্থানটা চেলসির ছেড়ে দিতে হয়েছে স্পার্সদের। ১৫ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে টটেনহাম। দুই পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পঞ্চম স্থানে আছে আর্সেনাল। ৩৯ পয়েন্ট নিয়ে যথরীতি দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল। ৪১ পয়েন্ট নিয়ে সিংহাসনে আছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের প্রতিবেশী ম্যানইউ ২৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে আটে।

ফলাফল

ম্যানইউ ২-২ আর্সেনাল

বার্নলি ১-৩ লিভারপুল

উলভ্স ২-১ চেলসি

টটেনহাম ৩-১ সাউদ্যাম্পটন

এভারটন ১-১ নিউক্যাসল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close