ক্রীড়া ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

জরিমানা গুনতে হচ্ছে তিন ক্রিকেটারকে

সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল আফগানিস্তান। জয়ের আশা জাগিয়েও জেতা হয়নি আফগান যোদ্ধাদের। শোয়েব মালিকের ব্যাটিং নৈপুণ্যে তিন বল হাতে রেখে তিন উইকেটের নাটকীয় জয় তুলে নেয় পাকিস্তান।

তবে আরো সহজে জয়টা তুলে নিতে পারত পাকিস্তান। মোট পাঁচটি ক্যাচ ছেড়ে আফগানদের বড় সংগ্রহের সুযোগ করে দেয় পাক খেলোয়াড়রা। খেলা শেষে পাক অধিনায়ক সরফরাজ বলেন, ‘আমরা প্রচুর ক্যাচ মিস করেছি। তা না হলে জয়টা আরো সহজ হতো।’

ম্যাচটিতে তিন ক্রিকেটারকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। পাক বোলার হাসান আলি এবং আফগান অধিনায়ক আসগর ও স্পিনার রশিদ খানের ম্যাচ ফির ১৫ শতাংশ কর্তনও করা হয়েছে। ম্যাচ চলাকালীন রশিদ খানের আক্রমণাত্মক আচরণের জন্য ক্যারিয়ারের প্রথমবারের মতো এক ডিমেরিট পয়েন্ট পেলেন। এবং অসৌজন্যমূলক আচরণের জন্য আইসিসির নীতিমালা ২.১.১ ধারায় হাসান আলি ও আসগর পেয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close