ক্রীড়া ডেস্ক

  ২২ জুলাই, ২০১৮

রেকর্ড গড়ে রিয়ালে ভিনিচিয়াস

সম্প্রতি রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল ছাড়ছেন আক্রমণভাগের আরেক সারথি করিম বেনজেমাও। তাতে প্রায় তারকাশূন্য হয়ে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। তাদের শূন্যতা পূরণের আপ্রাণ চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে সিআর সেভেনের বিকল্প খুঁজছে তারা।

কে হবেন রোনালদোর যোগ্য উত্তরসূরি? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই ফুটবলপ্রেমীদের মধ্যে। সান্তিয়াগো বার্নাব্যুজুড়ে যখন রোনালাদোর হাহাকার চলছে এরই মধ্যে হাজির হলেন ব্রাজিলিয়ান টিনএজ ভিনিচিয়াস জুনিয়র। পরশু ইউরোপ সেরা ক্লাবটির সঙ্গে ৪৫ মিলিয়ন ইউরোর চুক্তি করেছেন ব্রাজিলিয়ান উঠতি তারকা। যা অনূর্ধ্ব-১৯ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ চুক্তির রেকর্ড।

এ মাসেই ১৮ বছর পূর্ণ করেছেন ভিনিচিয়াস। তিনি খেলেছেন ব্রাজিলের যুবদলে। এই তরুণ তুর্কি দ্যুতি ছড়িয়েছেন ছোটদের বিশ্বকাপ, দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়শিপ, কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়ান লিগে। এসব কিছুই নজর কেড়েছে রিয়াল মাদ্রিদের। ব্রাজিলের নতুন সেনসেশনকে নিয়ে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মূল্যায়ন, ‘ভিনিচিয়াস এমন একজন ফুটবলার যিনি এরই মধ্যে ব্রাজিল এবং বিশ্ব ফুটবলে সম্ভাবনা জাগিয়েছেন। তাকে দলে ভেড়াতে পেরে আমরা খুব খুশি। তার গতি, দক্ষতা এবং কৌশল দিয়ে তাকে অন্য ফুটবলারদের চেয়ে আলাদা করা যায়।’

অবশ্য ভিনিচিয়াসের সঙ্গে রিয়ালের চুক্তির বিষয়টা এক বছর আগেই পাকাপাকি করা হয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিক চুক্তিটার। পরশু বার্নাব্যুতে সেটাও হয়ে গেল। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ভিনিচিয়াস উচ্ছ্বসিত কণ্ঠেই বলেছেন, ‘মাত্র ১৮ বছর বয়সে আমি ক্লাব ফুটবলের সর্বোচ্চ জায়গায় এসেছি। এই সুযোগটির জন্য আমি অনেক কিছু বিসর্জন দিয়েছি। আমি এই সুযোগ পাওয়ার যোগ্য।’

ব্রাজিলিয়ান তরুণ এই ফুটবলার এর আগে স্বদেশি ক্লাব ফ্লেমেঙ্গার হয়ে খেলেছেন। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে ৩৭ ম্যাচে করেছেন তিনি করেছেন ৭ গোল। তাকে রিয়ালে আনতে সবচেয়ে বড় ভূমিকাটা ছিল ক্লাবের কিংবদন্তি ব্রাজিলের বিশ্বজয়ী সাবেক স্ট্রাইকার ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো। কাল উত্তরসূরির জন্য প্রশংসার ঝাঁপি খুলে দিয়েছেন রোনালদো। বলেছেন, ‘ভিনিচিয়াস দুর্দান্ত এবং মেধাবী একজন ফুটবলার। ওকে ঘিরে ব্রাজিলের অনেক বড় প্রত্যাশা রয়েছে।’

এর আগে ২০১৫ সালে সবচেয়ে দামি টিনএজ খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন অ্যান্তনিও মার্শিয়াল। ১৯ বছর বয়সে মোনাকো থেকে তিনি ইউনাইটেডের সঙ্গে চুক্তবদ্ধ হয়েছিলেন ৩৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। পরশু ৩৮.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়ালের সঙ্গে চুক্তি করে মার্শিয়ালকে ছাড়িয়ে গেলেন ভিনিচিয়াস। রিয়ালে নেইমারকে সতীর্থ হিসেবে পেতে চেয়েছিলেন তিনি। যদিও আপাতত তার অশাটা পূরণ হচ্ছে না সদ্যই আঠারোতে পা দেওয়া এই ফুটবলারের। তবে অতি শিগগিরই ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারের সঙ্গে খেলার স্বপ্নপূরণ হবে বলে আশায় আছেন এই স্ট্রাইকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist