ক্রীড়া ডেস্ক

  ১০ জুন, ২০১৮

বাস্তবতা বোঝালেন ফিগো

ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। অথচ সেই দলটিই আসন্ন বিশ্বকাপে যাচ্ছে আন্ডারডগ হিসেবে। ইউরোপের প্রতিনিধি দলগুলোর মধ্যে ফেভারিটের তালিকায় রাখা হচ্ছে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম এবং স্পেনের মতো দলকে। বাস্তবতাটা বুঝলেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগোও।

ইউরো জিতে বিশ্বকাপে তৃপ্তির সুযোগ নেই বলে পূর্বসূরিদের সতর্ক করে দিয়েছেন তিনি। বিশ্বকাপে দল সংখ্যা বেশি থাকে এবং প্রতি দেশের খেলার ধরনও থাকে আলাদা। ফিগো মনে করেন ইউরোর চেয়েও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পর্তুগিজদের সামনে।

বিশ্বকাপকে সামনে রেখে নিজ দলকে পরামর্শ দিতে গিয়ে ফিগো বলেছেন, ‘বিশ্বকাপটা ইউরোর চেয়ে অনেক বেশি আলাদা। কারণ এখানে আপনাকে ভিন্ন ভিন্ন ঘরানার ভিন্ন ভিন্ন দেশের সঙ্গে খেলতে হয়। প্রায়শই আপনার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর অন্য গ্রুপগুলোর দিকে তাকিয়ে দেখতে হবে আপনার সামনে এগোনোর সম্ভাবনা কত।’

বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনার কথা উল্লেখ করে ফিগো বলেন, ‘শুরুতে পর্তুগালেরও অন্য সব দলের মতোই প্রত্যাশা থাকবে। আমারও মনে হয় ইউরো জেতায় পর্তুগালের আত্মবিশ্বাস ভালো থাকবে। এবারের দলটিও খুব ভালো। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে ভালো একটি দল হয়েছে, দলের কোচও অভিজ্ঞ একজন। দেখা যাক কী হয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist