ক্রীড়া প্রতিবেদক

  ২১ মে, ২০১৮

দলে ফিরলেন মোসাদ্দেক

আগামী মাসে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। ওই সিরিজের জন্য কাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বড় কোনো চমক নেই। তবে আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকল মোসাদ্দেক হোসেন সৈকতের দলে ফেরাটা। যিনি গত মাসে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন।

কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ নিয়েই প্রশ্নবানে জর্জরিত হতে হলো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। উত্তরে তিনি বলেছেন, ‘অলরাউন্ডারের চিন্তা থেকেই মোসাদ্দেককে সুযোগ দেওয়া হয়েছে। মিরাজের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় আছে আমাদের। এখন পর্যন্ত মিরাজ শতভাগ ফিট নয়। মিরাজের বিকল্প হিসেবে ওকে সুযোগ দেওয়া হয়েছে। তবে ওটা (চুক্তি) অন্য বিষয়। আমরা মনে করছি টি-টোয়েন্টিতে ভালো বোলিং করার সামর্থ্য আছে মোসাদ্দেকের। ও যথেষ্ট প্রতিভাবান। মাঝখানে একটু ছন্দপতন হয়েছিল। এই মুহূর্তে ওর ফিটনেসসহ নানা বিষয় দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দুই বছর আগে এই আফগানিস্তানের বিপক্ষেই ওয়ানডেতে অভিষেক হয়েছিল মোসাদ্দেকের। এবার তাদের বিপক্ষেই দলে ফেরাটা আলাদা কোনো অনুপ্রেরণা দিতে পারে তাকে। কিন্তু ওভাবে ভাবছেন না মোসাদ্দেক, ‘ওইভাবে চিন্তা করিনি। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটেছে। সেভাবে ভাবলে আগে জিম্বাবুয়ে পরে আফগানিস্তান। এমন কিছু কখনো ভাবি না। তারা ভালো প্রতিপক্ষ। নিজের শক্তিটা বাড়াতে হবে। ভালো ক্রিকেট খেলতে হবে।’

অবশ্য প্রতিপক্ষ যে-ই হোক জাতীয় দলের হয়ে খেলতে পেরেই খুশি মোসাদ্দেক। তিনি বলেছেন, ‘প্রায় এক বছর পর আমি আবার রঙিন পোশাকে খেলব বাংলাদেশ দলের হয়ে। আমার কাছে এটাই ভালো লাগার বিষয়। নতুন সুযোগ আমার জন্য।’ তবে এই লম্বা বিরতিটা পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন মোসাদ্দেক, ‘যদি আমি চিন্তা করি অনেক কিছুই করে ফেলব তাহলে কিছুই হবে না। আমি যদি চিন্তা করি আমি আমার জায়গায় থাকব, আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই খেলব, তাহলে হয়তো অনেক কিছুই হতে পারে।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য অবশ্য ডাক পাননি লিটন দাশ, তাসকিন আহমেদ, ইমরুল কয়েস ও নুরুর হাসান সোহান। শেষের দুজন অবশ্য শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের কোনো ম্যাচে না খেলেই বাদ পড়েছেন দল থেকে। নিদাহাস ট্রফিতে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সৌম্য সরকারও। তবু তাকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে।

দল ঘোষণায় পরীক্ষা-নিরীক্ষায় যাওয়া নির্বাচকদের জন্য নতুন কিছু নয়। এবার অবশ্য সেই ধারা থেকে বেড়িয়ে এসেছেন তারা। টি-টোয়েন্টি ক্রিকেটের ধারাবাহিকতাকে অগ্রাধিকার দিয়েই দল বানিয়েছেন বলে জানালেন প্রধান নির্বাচক। বলেছেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষায় যাইনি। কারণ, প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আমরা অনেক পিছিয়ে আছি। এ কারণেই আমাদের সেরা দলটা পাঠানোর চিন্তা ভাবনা করেছি। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। সেখানেও টি-টোয়েন্টি সিরিজ আছে। চেষ্টা করেছি আমাদের সম্ভাব্য সেরা দলটা গঠন করতে।’

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আন্ডারডগ হিসেবেই খেলেছিল বাংলাদেশ। সেই দলটাই শিরোপা হাতছোঁয়া দূরত্বে রেখে এসেছে টাইগাররা। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও কুড়ি ওভারের ফরমেটের জন্য আদর্শ দলটা পেয়ে গেছে বাংলাদেশ। প্রধান নির্বাচক নান্নুর কথাতেই সেটা পরিষ্কার, ‘নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টি দলটা আমরা অনেকটাই পেয়ে গেছি। কিছুদিন আগেও এ ব্যাপারে আমরা ব্যাকফুটে ছিলাম। এই ফরম্যাটে আমাদের শক্তির জায়গাগুলো আমরা বুঝতে পেরেছি। যার কারণে খুব বেশি পরিবর্তনে যাইনি আমরা।’

আগামী ৩ জুন দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৫ ও ৭ জুন একই ভেন্যুতে পরের দুটো ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সে লক্ষ্যে ২৯ মে ঢাকা ছাড়বেন সাকিব-তামিমরা। ১ জুন সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক) তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist