ক্রীড়া ডেস্ক

  ২২ মার্চ, ২০১৮

এই তাহলে রোনালদোর চুল ছাঁটের কারণ?

রোনালদো দ্য ফেনোমেনন। যার হাতে উঠেছিল দু-দুটি বিশ্বকাপ। তিনি খেলেছেন তিনটি বিশ্বকাপের ফাইনাল। পেশাদার ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন তিনি। ক্লাব এবং জাতীয় দল উভয় ক্ষেত্রে সফল কিংবদন্তি এই স্ট্রাইকার। তাকে বলা হয় সর্বকালের সেরা স্ট্রাইকার।

২০০২ সালে ব্রাজিল পঞ্চম ও শেষ যে বিশ্বকাপটি জিতেছিল সেটার আসল নায়কদের একজন ছিলেন। ওই আসরেই হঠাৎ ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলের এই সুপারস্টার। তাতে উদ্বেগ-উৎকণ্ঠা চেপে বসেছিল পুরো ফুটবল বিশ্বের কাঁধে।

শঙ্কার কালো মেঘ উড়িয়ে ঠিকই রোনালদো ফিরেছিলেন বিশ্বকাপের মঞ্চে। তবে অন্যভাবে, সবাইকে বিস্মিত করে। মাথায় অদ্ভুত চুলের স্টাইল-সমেত। মাথার পুরোটা প্রায় খালি। কপালের ওপরের অংশে মাত্র দুই ইঞ্চি চুল রেখে নতুন স্টাইল করলেন রোনালদো।

কেন এমন করলেন তিনি? ১৬ বছর পর সেটার কারণ নিজেই জানালেন রোনালদো। তিনি বলেছেন, ‘আমার পায়ে একটি ইনজুরি ছিল। লোকে এ নিয়ে প্রচুর কথা-বার্তা বলছিল। এ কারণে আমি সিদ্ধান্ত নিলাম, মাথার চুলটা এমনভাবে কাটব, যেন সবাই চুলের স্টাইল নিয়েই কথা বলে। পায়ের ইনজুরি নিয়ে যেন মেতে না থাকে। চুলের এই স্টাইল করে আমি যখন অনুশীলনে গেলাম, তখন দেখি সবাই শুধু আমার চুলের দিকেই তাকাচ্ছে। কারণ, সবার কাছেই এই স্টাইল অবাক লাগছিল।’

যদিও রোনালদো এই স্টাইল নিয়ে গর্বিত ছিলেন না। তার লক্ষ্যই ছিল, ইনজুরি থেকে সবাই যেন দৃষ্টি সরিয়ে নেয় এবং চুলের স্টাইল নিয়েই মেতে থাকে। এটা ছিল অবাক করার মতো একটি ব্যাপার। তবে এটা ঠিক এই চুলের স্টাইলই মুহূর্তের মধ্যে আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করে দিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist