ক্রীড়া ডেস্ক

  ০৮ মার্চ, ২০১৮

বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান রোহিত

টানা সাতটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। মঙ্গলবার চাকা উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারলেন লঙ্কান ক্রিকেটাররা। পরশু নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে স্বাগতিক শিবির। লঙ্কানদের বিপক্ষের হারের বর ভারত অধিনায়ক জানালেন বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াবেন তারা।

আজ বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। শ্রীলঙ্কা ম্যাচের ভুল টাইগারদের বিপক্ষে করতে চান না রোহিত। শিক্ষা নিতে চান সেই ভুলগুলো থেকে। পরশু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা আজ (মঙ্গলবার) পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। এই ভুলগুলোর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এ ধরনের পিচে ব্যাটিংটা খুব শক্তিশালী হওয়া দরকার। আমাদের ব্যাটিং গভীরতা কিন্তু খুব ভালো। দলে কয়েক জন অলরাউন্ডারও আছে। আশা করি, পরের ম্যাচগুলোয় আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

শ্রীলঙ্কার দারুণ জয়ের নায়ক ব্যাটসম্যান কুশল পেরেরা (৩৭ বলে ৬৬)। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে কুশল বলে গেলেন, ‘আমার জীবনের সেরা ইনিংস খেললাম। নিজের ক্ষমতার ওপর পুরো আস্থা ছিল। এখন মনে হচ্ছে, আমি একশ শতাংশ ফিট।’

ভারত এই টুর্নামেন্টে খেলতে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের মতো ক্রিকেটারদের নির্বাচকরা দিয়েছেন বিশ্রাম। কোহলির জায়গায় নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। ম্যাচ হেরে যাওয়ার পরে তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, শেষ দিকে আর একটু দ্রুত রান তোলা যেত। তবে এই উইকেটে এটা লড়াই করার মতো স্কোর ছিল। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলায় কাজটা কঠিন হয়ে যায়।’

শ্রীলঙ্কা অনায়সে জিতে গেলেও বোলারদের দোষারোপ করতে নারাজ রোহিত। ভারত অধিনায়ক বলছেন, ‘আমাদের বোলাররা সব রকম চেষ্টা করেছিল। কিন্তু মাঝে মাঝে এমন দিন আসে, যখন কিছুই ঠিকঠাক হয় না।’ এই সফরে ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাদের বিশ্রাম দিয়েছে ভারত। তা হলে কি বোলারদের অনভিজ্ঞতার জন্য হারতে হল দলকে? উত্তরে রোহিতের ‘না’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist