ক্রীড়া ডেস্ক

  ০৪ মার্চ, ২০১৮

বিশ্বমঞ্চে ফিরছেন ইব্রা?

কয়েক দিন আগেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইতালির গোলরক্ষক জানলুইজি বুফন। বুফনের দেখানো পথেই কী এবার হাঁটতে চলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচ? রাশিয়া বিশ্বকাপে কী তবে ফের একবার হলুদ জার্সিতে দেখা যাবে ইব্রাকে?

সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার অন্তত সেই রকমই ইঙ্গিত দিয়ে রাখলেন সুইডেনের এই স্ট্রাইকার। সুইডিশ প্রেসকে ইব্রাহিমোভিচ বলেন, ‘জাতীয় দলকে আমি মিস করছি। আমি যদি চাই, আমি ফিরব। তবে আমি অনুভব করতে চাই যে আমি এখনো ভালো পারফরম্যান্স দিতে পারি।’

গত ১২ মাস ধরেই চোট আঘাতে জর্জরিত ইব্রাহিমোভিচ। ২০১৬ ইউরো কাপের পরই জাতীয় দল থেকে অবসর নেন ইব্রা। সুইডেনের হয়ে ১১৬টি ম্যাচে ৬২টি গোল রয়েছে তার। জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে এখনো স্বপ্রতিভ এই সুইডিশ স্ট্রাইকার।

একই দিনে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ারও ঘোষণা দিয়েছেন সুইডেনের অধিনায়ক। এই মৌসুম শেষে ইব্রাকে দেখা যাবে অন্য ক্লাবে। ইউনাইটেড কোচ হোসে মরিনহো ইব্রার অগ্রিম বিদায়ের খবরটি নিশ্চিত করেছেন।

৩৬ বছর বয়সী ইব্রা ২০১৬ সালে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ওই বছরের পরেই তার সঙ্গে রেড ডেভিলসের চুক্তি শেষ হয়ে যায়। ব্রিটিশ গণমাধ্যমের দাবি মেজর লিগ সকারে এলএ গ্যালাক্সিতে তিনি যোগ দিতে যাচ্ছেন। এদিকে মরিনহো বলেছেন ইব্রা মে মাসে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে পারেন। তবে এই সময়ে মধ্যে সুইডিশ এই তারকা ক্যারিয়ার শেষের কথা ভাবছেন কিনা এ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এমনও হতে পারে ভিন্ন কোনো লিগে নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধানে রয়েছে এই তারকা ফরোয়ার্ড। মরিনহো বলেছেন, ‘জøাতানের জন্য আমি মনে করি এই মৌসুমটাই ইউনাইটেডে শেষ মৌসুম হওয়া উচিত। তবে খেলা চালিয়ে যাওয়া না যাওয়া একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি ক্যারিয়ারের এই মুহূর্তে এসে সে সঠিক পথই বেছে নেবে। অসাধারণ একটি ক্যারিয়ার ও অসাধারণ একজন খেলোয়াড় হিসেবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ইনজুরি তার পিছু ছাড়েনি। এর বাইরে গত দুই বছর সে আমাদের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছে।’

গত ডিসেম্বরে প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে প্রথম ৪৫ মিনিট খেলার পরে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়ে তার আর এ পর্যন্ত মাঠে নামা হয়নি। গত মৌসুমে ৪৬ ম্যাচে ২৮ গোল করে ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইব্রা। তার কল্যাণেই ইউনাইটেড লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা জিতেছিল।

মরিনহো বলেন, ‘এই মৌসুমটা তার জন্য সম্পূর্ণ ভিন্ন। সে ইনজুরি আক্রান্ত ছিল না। এই মুহূর্তে তার যা অবস্থা তাতে সে দলের জন্য শতভাগ দিতে পারবে না। কিন্তু তারপরও সে নিজেকে ম্যাচ খেলার জন্য ফিট দাবি করে আসছে। সে কারণেই সে দারুণ পরিশ্রম করছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist