ক্রীড়া ডেস্ক

  ১৩ জানুয়ারি, ২০১৮

আজ শুরু যুব বিশ্বকাপ

সাইফদের সামনে নামিবিয়া

শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের দ্বাদশ আসর। আজ উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ নামিবিয়া। গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলোতে জিম্বাবুয়ের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। আফগানিস্তান মোকাবিলা করবে পাকিস্তানকে। তবে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে দশ দিন আগেই ঢাকা ছেড়েছিল বাংলাদেশ। বিশ্বমঞ্চে ওঠার আগে প্রস্তুতিটা অবশ্য প্রত্যাশিত হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। আত্মবিশ্বাসে জ্বালানির ঘাটতি নিয়েই শুরু হচ্ছে সাইফ হাসানদের বিশ্বকাপ অভিযান। যেখানে তাদের প্রতিপক্ষ খর্ব শক্তির দল নামিবিয়া। মূল টুর্নামেন্টের আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বাংলাদেশি যুবারা খেলতে পেরেছে তিনটি। স্থানীয় দল ওটাগো ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচ ও আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ। সবগুলোতেই দেখতে হয়েছে হার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত।

নামিবিয়ার বিপক্ষে জয়টা যুবাদের জন্য হতে পারে আত্মবিশ্বাস ফেরানোর রসদ। বাংলাদেশ সময় শনিবার ভোর ৩.৩০ মিনিটে লিঙ্কন ওভালে শুরু হবে ম্যাচ। ‘সি’ গ্রুপে লাল-সবুজদের বাকি দুই প্রতিপক্ষ কানাডা এবং ইংল্যান্ড। ১৬ দলের বিশ্বকাপে সেরা আটটি দল যাবে কোয়ার্টারে। বাকি আট দল প্লেট পর্বের জন্য লড়বে। ২২ দিনের টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও কেনিয়া রয়েছে ‘এ’ গ্রুপে। ভারত, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি রয়েছে ‘বি’ গ্রুপে। ‘ডি’ গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist