ক্রীড়া ডেস্ক

  ১০ জানুয়ারি, ২০১৮

ডোপ পাপে সাময়িক নিষিদ্ধ ইউসুফ পাঠান

ডোপিংয়ের অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের বিপক্ষে। যে অভিযোগে তার ওপর ৫ মাসের সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকরী সম্পাদক অমিতাভ চৌধুরী এ বিষয়ে বলেন, ‘ডোপ করার দায়ে ইউসুফ পাঠানকে নিষিদ্ধ করা হয়েছে। সে নিজের অজান্তে এমন একটি ড্রাগ নিয়েছে, যেটা সাধারণত কাশির সিরাপে পাওয়া যায়।

গত বছর ১৬ মার্চ নয়া দিল্লিতে বিসিসিআইয়ের ডোপ পরীক্ষায় ইউসুফের মূত্রের নমুনা নেওয়া হয়। সেখানেই ধরা পরে পঠানের শরীরে টার্বুটালিন রয়েছে। এ বিষয়ে বিসিসিআইয়ের বিবৃততে অমিতাভ চৌধুরী বলেন, ‘ওর পাঠানো নমুনায় টার্বুটালিন পাওয়া গেছে। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) দেওয়া তালিকায় যা নিষিদ্ধ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকরী সম্পাদক আরো জানান, ২০১৭ সালের ২৭ অক্টোবর বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ডোপিংয়ের নিয়মবহির্ভূত কাজ করার দায়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন ইউসুফ পাঠান। তবে সব অভিযোগ মেনে নিয়েছেন তিনি। পাঠান জানিয়েছেন, ভুল করে তিনি নিজের অজান্তেই নিষিদ্ধ ড্রাগ নিয়েছিলেন।

গত বছর ২৭ অক্টোবর বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পান পাঠান। ২০১৭ সালের ১৫ আগস্ট থেকে তার নিষেধাজ্ঞার মেয়াদ ধরা হচ্ছে। যে কারণে এই জানুয়ারিতেই মুক্ত হয়ে যাচ্ছেন তিনি। ফলে আইপিএলের নিলামেও দেখা যাবে ইউসুফ পাঠানকে। বিসিসিআইকে ধন্যবাদ জানাই নিজের সপক্ষে কথা বলতে দেওয়ার জন্য। ১৪ জানুয়ারির পর আমি ক্রিকেটে ফিরতে মুখিয়ে রয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist