আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ নভেম্বর, ২০১৭

মার্কিন বন্দিদশা থেকে পক্ষাঘাতগ্রস্ত অভিবাসী শিশুর মুক্তি

মার্কিন বন্দিদশা থেকে মুক্তি পেল পক্ষাঘাতগ্রস্ত ১০ বছর বয়সী এক অভিবাসী শিশু। মার্কিন সীমান্ত টহল দলের সদস্যদের হাতে আটক মস্তিষ্কে পক্ষাঘাতগ্রস্ত ওই শিশুটিকে টেক্সাসের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর ছেড়ে দেওয়া হয়। মেয়েটির বৈধ কোনো কাগজপত্র ছিল না।

আমেরিকান সিভিল লিবারেটিজ ইউনিয়নের (এসিএলইউ) আইনজীবীরা এ ব্যাপারে একটি মামলা দায়ের করার তিন দিন পর শুক্রবার রোসা মারিয়া হার্নান্দেজ নামের ওই মেয়েকে মুক্তি দেওয়া হয়। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বরাবরের ছোট নগরী লারাডো থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে গলব্লাডারে অস্ত্রোপচারের পর গত সপ্তাহে মেয়েটিকে আটক করা হয়েছিল। লারাডো নগরীতে তার বাড়ি। এক বিবৃতিতে এসিএলইউ-এর অ্যাটর্নি মিশেল টন বলেন, ‘আমরা আনন্দিত যে সে বাড়ি যেতে পারছে।’

হার্নান্দেজকে একটি অ্যাম্বুলেন্সে করে কর্পাস ক্রিস্টির হাসপাতালে নেওয়ার সময় মার্কিন সীমান্ত টহল দলের সদস্যরা অ্যাম্বুলেন্সটিকে থামায় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত সেখানে তারা অপেক্ষা করে তাকে পাহারা দিচ্ছিল। মেয়েটিকে ফেরত পাঠানোর জন্য সরকারি একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে বন্দি রাখা হয়েছিল। সরকার জানায়, আইনগত বাধ্যবাধকতার কারণে মেয়েটিকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল। কারণ সে বাবা-মা বা বৈধ অভিভাবক ছাড়াই ভ্রমণ করছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist