আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জুলাই, ২০২০

যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে ব্রাজিল

যুক্তরাষ্ট্রের পথেই হাঁটছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুক্তরাষ্ট্রে গতকালের হিসাব অনুযায়ী, নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। একই পথে হাঁটা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৪৫ হাজারের বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার ৪৫ হাজার ৩০৫ জন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। ফলে ব্রাজিলে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৬৮ হাজার ৫৮৯। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে আরো ১ হাজার ২৫৪ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৬ হাজার ৭৪১ জন। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্তের বিষয়টি প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর করোনা পরীক্ষা করা হয় এবং মঙ্গলবারই এর রিপোর্ট দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close