আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জুলাই, ২০২০

জাপানে বন্যা ভূমিধসে মৃত্যু বেড়ে ৫০

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার দ্বীপটিতে ফের ভারী বৃষ্টিপাত হতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ সতর্ক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বহু লোক এখনো নিখোঁজ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার অভিযান জোরদার করা হচ্ছে। অক্টোবরে টাইফুন হাগিবিসের তা-বে ৯০ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরেকটা মারাত্মক দুর্যোগের রূপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় দ্বিগুণ লোক নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদি সুগা বলেছেন, ৯ জুলাই পর্যন্ত মেঘ বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তা পশ্চিম থেকে পূর্ব জাপান পর্যন্ত বিশাল এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে। পুলিশ, সেল্ফ ডিফেন্স বাহিনী ও কোস্টগার্ড তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিরাপদ থাকার জন্য ওই এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। সরকারি গণমাধ্যম এনএইচকের সম্প্রচারিত ছবিতে উপচে পড়া নদী, ভেঙে যাওয়া ঘরবাড়ি ও ভূমিধসে চাপা পড়া সড়ক দেখো গেছে। কিয়োদো নিউজের প্রতিবেদনে, ভূমি মন্ত্রণালয়ের বরাত দিয়ে ১২টি প্রিফেকচারজুড়ে ৭১টি ভূমিধস হয়েছে বলে জানানো হয়েছে। এসব এলাকার ১৩ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close