আন্তজাতিক ডেস্ক

  ২২ মে, ২০২০

টানা বৃষ্টিতে মিশিগানে বন্যা

কয়েক দিনের টানা বৃষ্টিতে দুই বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে। বন্যায় কর্তৃপক্ষ প্রায় ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। ইডেনভিল ও স্যানফোর্ড বাঁধ ধসে পড়ার পরপরই দেশটির আবহাওয়া বিভাগ তিত্তাবাওয়াসি নদীর আশপাশের এলাকায় বন্যা সতর্কতা জারি করে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বন্যায় ডেট্রয়েট থেকে ২০৯ কিলোমিটার দূরে অবস্থিত শহর মিডল্যান্ডের একাংশ ৯ ফুট পানির নিচে তলিয়ে যেতে পারে কর্তৃপক্ষ সতর্ক করেছে। মঙ্গলবার বাঁধ দুটি ধসে পড়ার পরপরই মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার ৪০ হাজার বাসিন্দার শহর মিডল্যান্ডে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেন, ‘সাধারণত এরকমটা দেখিনি আমরা। মহামারির মধ্যে এমন বিপর্যয়, ভাবা যায় না।’

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সময় বাসিন্দাদের মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতেও পরামর্শ দিয়েছে।

পরিস্থিতিকে ‘ভয়াবহ বিপজ্জনক ও প্রাণসংহারী’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস)। টানা বৃষ্টির কারণে যে দুটি বাঁধ ধসে পড়েছে তার মধ্যে ইডেনভিলের বাঁধটি নির্মিত হয়েছিল ১৯২৪ সালে। বাঁধটির অবস্থা সন্তোষজনক নয় বলে ২০১৮ সালে রাজ্য কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছিল। ওই একই প্রতিবেদনে ১৯২৫ সালে নির্মিত স্যানফোর্ড বাঁধ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close