আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মে, ২০২০

ফাউচিসহ শীর্ষ ৩ মার্কিন বিশেষজ্ঞ স্বেচ্ছা কোয়ারেন্টাইনে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা ডা. অ্যান্থনি ফাউচিসহ শীর্ষ তিন স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেছেন। একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই তিনজন বিশেষজ্ঞ হোয়াইট হাউসের একজন কর্মীর সংস্পর্শে এসেছিলেন, পরে যার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর তিন বিশেষজ্ঞ স্বেচ্ছা কোয়ারেন্টাইনে চলে যান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক অ্যান্থনি ফাউচি হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সিএনএনকে তিনি নিজেই ‘সীমিত কোয়ারেন্টাইনে’ থাকার কথা বলেছেন। আক্রান্ত ওই হোয়াইট হাউস কর্মীর কাছ থেকে দূরত্ব বিবেচনায় ফাউচি তুলনামূলকভাবে কম ঝুঁকিতে আছেন বলে মনে করা হচ্ছে। সে কারণেই তিনি আছেন ‘সীমিত কোয়ারেন্টিনে’।

রয়টার্স জানিয়েছে, ৭৯ বছর বয়সি ফাউচির প্রথম পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তবে আগামী দিনগুলোতে নিয়মিতভাবে তাকে পরীক্ষা করা হবে।

যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসনের (এফডিএ) কমিশনার স্টিভেন হানের (৬০) পরীক্ষাতেও সংক্রমণ ধরা পড়েনি। তবে আক্রান্ত সেই হোয়াইট হাউস কর্মীর বেশি কাছাকাছি ছিলেন বলে তাকে পুরোপুরি দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে এফডিএ কর্মকর্তারা জানিয়েছেন। সিএনএন লিখেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ডকেও পুরো দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। ৬৮ বছর বয়সি রেডফিল্ড এই সময়টায় ভিডিও কনফারেন্সেই অফিসের কাজ সারবেন বলে সিডিসির একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close