আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ এপ্রিল, ২০২০

প্রধানমন্ত্রী বরিস জনসন সেরে উঠছেন

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। অবস্থার উন্নতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে তাকে আগেই রিকভারি ইউনিটে আনা হয়েছে। এখন তিনি অল্প হাঁটাচলা করতে পারছেন। তিনি দ্রুত সেরে ওঠছেন। এমন অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সেন্ট টমাস হাসপাতালের জাতীয় স্বাস্থ্যসেবা কর্মীদের ভূয়সী প্রশংসা করে গত শনিবার এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি করোনা চিকিৎসা নিয়ে হাসপাতালটির কর্মরতদের উদ্দেশে বলেন, আমি তাদের যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না। আমি সারাজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকব। সিএনএন জানায়, হাসপাতালে নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রথম বিবৃতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close