আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি, ২০২০

ফিলিস্তিন ইস্যু শেষ করে দেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছেন ট্রাম্প : নাসরুল্লাহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনের লক্ষ্যে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামের যে কথিত শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন তার লক্ষ্য ফিলিস্তিন ইস্যুকে চিরতরে শেষ করে দেওয়া। এ মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি গত রোববার সন্ধ্যায় টেলিভিশনে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে আরো বলেন, এটি কোনো চুক্তি নয়। ফিলিস্তিন ইস্যুকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার লক্ষ্যে ট্রাম্পের একটি প্রস্তাব। ফিলিস্তিনের কোনো দল বা গোষ্ঠী এ পরিকল্পনা মেনে নেবে না। আর এভাবেই এই মার্কিন ভ্রান্ত পরিকল্পনা মাঠে মারা যাবে।

লেবাননের জনগণ ট্রাম্পের এ পরিকল্পনা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করায় সাইয়্যেদ নাসরুল্লাহ সন্তোষ প্রকাশ করেন। তিনি এ পরিকল্পনাকে লেবাননের জন্যও ভয়াবহ বিপদ বলে বর্ণনা করেন। হিজবুল্লাহ নেতা বলেন, লেবাননসহ অন্যান্য আরব দেশে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদের তাদের দেশের প্রত্যাবর্তনের সুযোগ না দেওয়া হচ্ছে ডিল অব দ্য সেঞ্চুরির সবচেয়ে বিপজ্জনক দিক। শুধু ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ ষোলকলায় পূর্ণ করার লক্ষ্যে এ পরিকল্পনা উত্থাপন করা হয়েছে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন দুটি ভয়াবহ অপরাধ করেছে। এর একটি হচ্ছে, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি প্রধান আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করা এবং দ্বিতীয়টি হচ্ছে, কথিত ডিল অব দ্য সেঞ্চুরি উত্থাপন করা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close