আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০১৯

‘আমার কোনো ব্যক্তিগত মোবাইল ফোন নেই’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ব্যক্তিগত কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। গতকাল শনিবার নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

সিএনন-এ গতকাল এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত সেল ফোন করলে দেশে দেশের বাইরে ট্রাম্প নজরদারির শিকার হতে পারেন বলে তার কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন। তা সত্ত্বেও ব্যক্তিগত ফোন ব্যবহার বন্ধ করেননি তিনি।

এর জবাবে ট্রাম্প তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বারবার নিরাপত্তা সতর্কতা সত্ত্বেও যোগাযোগের জন্য আমি ব্যক্তিগত সেল ফোনটি ব্যবহার করছিÑ এমন একটি ভুয়া খবর প্রকাশ করেছে সিএনএন। এটা মিথ্যা প্রতিবেদন। আমি কয়েক বছর ধরে ব্যক্তিগত ফোন ব্যবহার করি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close