আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৯

ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের শীর্ষ নেতা নিহত

ফিলিস্তিনের গাজা ভূখ-ে ইসরায়েলের হামলায় ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের শীর্ষ এক কমান্ডার নিহত হয়েছেন। ইসলামিক জিহাদের এই কমান্ডারকে লক্ষ্য করেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল, যাকে ‘বিরল’ ঘটনা বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। নিহত কমান্ডার বাহা আবু আল-আত্তা সীমান্তের অপর পাশে ইসরায়েলি ভূখ-ে ধারাবাহিক হামলার জন্য দায়ী এবং তিনি আরো হামলার পরিকল্পনা করছিলেন বলে দাবি ইসরায়েলের।

আল-আত্তা তার নিজ বাড়িতেই নিহত হন। হামলায় এক নারী নিহত এবং আরো দুজন আহত হয়েছেন বলে গাজার চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ভোররাতে গাজা নগরীর শেজাইয়া এলাকায় আত্তার বাড়িতে হামলা হয়। ইসরায়েলি বাহিনীর ছোড়া বোমা বাড়িটির ছাদ ফুঁড়ে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে এক পশলা রকেট হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের দিক থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পূর্ব-সতর্কতা হিসেবে তারা গাজা প্রান্তের কিছু সড়ক বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনুমতি পাওয়ার পর আল-আত্তার বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close