আন্তর্জাতিক ডেস্ক

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

সন্ত্রাসবাদ বন্ধের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

ইরান

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা করতে চাইলে আমেরিকাকে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। অন্যথায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনার সম্ভাবনা নিয়েই কথা হতে পারে না।

তিনি বলেন, ইরান বারবারই এ সংক্রান্ত অবস্থান ঘোষণা করেছে এবং এটি একটি সুস্পষ্ট অবস্থান। তিনি জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অবস্থান সুস্পষ্ট, আমেরিকাও এটা ভালো করেই জানে যে আমরা সর্বোচ্চ চাপ মেনে নেব না এবং তেহরান নতিস্বীকার করবে না।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি আমেরিকার একটি অভ্যন্তরীণ বিষয়, আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অবস্থান গ্রহণ করি না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভিও এর আগে জন বোল্টনকে বরখাস্ত করা প্রসঙ্গে বলেছেন, তার দেশ আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে কোন বিবৃতি দেবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close