আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুন, ২০১৯

ডেনমার্কে কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বামপন্থি সরকার

অবশেষে ডেনমার্কে বামপন্থি জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেট্টে ফ্রেডেরিকসেন। গত মঙ্গলবার ফ্রেডেরিকসেন বামপন্থি সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। তিনিই এর নেতৃত্ব দেবেন। এর মধ্য দিয়ে ডেনমার্কের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নাম লেখালেন ফ্রেডেরিকসেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৫ জুন ডেনমার্কে অনুষ্ঠিত নির্বাচনে ফ্রেডেরিকসেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন পাঁচটি বামপন্থি দল জয়লাভ করে। এর পরপরই প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন মধ্য-ডানপন্থি নেতা লার্স লোক্কে রাসমুসেন। বিরোধীদলীয় বামপন্থি জোট বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৫ সালের তুলনায় এবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির ভোট কমেছে। এরপরও এটি বড় দল হিসেবে অবস্থান বজায় রেখেছে। তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা কোনো দলেরই ছিল না। জোটবদ্ধভাবে সরকার গঠনের জন্য আলোচনা চলছিল।

বামপন্থি দলগুলোর মধ্যে জনকল্যাণ ও অভিবাসন প্রশ্নে মতভিন্নতা থাকলেও শেষ পর্যন্ত তারা জোট সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়। গত মঙ্গলবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেট্টে ফ্রেডেরিকসেন বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, তিন সপ্তাহের আলোচনার পর নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছি আমরা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close