আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ আগস্ট, ২০১৮

ফ্লোরিডায় ভিডিও গেম টুর্নামেন্টে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে এক ভিডিও গেমারের গুলিতে দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। রোববার অঙ্গরাজ্যটির জ্যাকসনভিলে একটি বিনোদন কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। খবর বার্তা সংস্থা রয়টার্স, বিবিসির।

জ্যাকসনভিলের শেরিফ মাইল উইলিয়ামস গুলিবর্ষণকারীর নাম ডেভিড কাটস এবং সে প্রতিযোগিতায় অংশ নিতে বাল্টিমোর থেকে জ্যাকসনভিলে এসেছিল বলে জানিয়েছেন। গুলিবর্ষণের পর কাটস আত্মহত্যা করেছেন এবং তার মৃতদেহ তার গুলিতে নিহত দুজনের পাশেই পড়েছিল বলে জানিয়েছেন উইলিয়াম। এ ঘটনায় গুলিতে ১১ জন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে আরো অন্তত দুইজন আঘাত পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় শেরিফ দফতর। রোববারের রৌদ্রকরোজ্জ্বল বিকেলে কয়েকটি গুলির শব্দ হওয়ার পর জ্যাকসনভিলের কেন্দ্রস্থলে অবস্থিত জ্যাকসনভিল ল্যান্ডিং বিনোদন কেন্দ্রে বহু অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি এসে হাজির হয়। বিনোদন কেন্দ্রটির শিকাগো পিৎজা রেস্তোরাঁর ভেতরে গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। অনলাইনে ফুটবল ভিডিও গেম প্রতিযোগিতাটির লাইভস্ট্রিমিং চলাকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ওই স্ট্রিমিংয়ের ভিডিও থেকে এমনটি বোঝা গেছে।

ওই ভিডিওতে গুলির শব্দে খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখাতে এবং স্ট্রিমিং বন্ধ হয়ে যাওয়ার আগে চিৎকারের শব্দও শোনা গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলিবর্ষণকারী কাটস টুর্নামেন্টে প্রতিযোগিতা করছিল এবং সে হেরে যাওয়ার পর অন্যান্য খেলোয়াড়কে লক্ষ্য করে গুলিবর্ষণ করে নিজেও আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে এফবিআই তাদের সহযোগিতা করছে বলে জানিয়েছে জ্যাকসনভিলের শেরিফ দফতর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close