আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ জুলাই, ২০১৮

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে নিহত ২৭

ভিয়েতনামে গ্রীষ্মকালীন ঝড় সোন তিনহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আরো কমপক্ষে সাতজন নিখোঁজ রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিশাল উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত ভিয়েতনামে প্রায় বিধ্বংসী ঝড় ও বন্যা দেখা দেয়। গত বছর বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ৩৮৯ জন নিহত হয়। গত মাসেও ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাই চাও ও হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৪ জন নিহত হয়।

এবছর মৌসুমী ঝড় সোন তিনহ দুর্বল হয়ে আসলেও এর প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় উত্তর ভিয়েতনামের অনেক এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। রাজধানী হানোইয়ের আশেরপাশের বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। সর্বশেষ বন্যা ও ভূমিধসে ইয়েন বাই প্রদেশের পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে ১৩ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। এ ছাড়া চারজন এখনো নিখোঁজ রয়েছে।

এই বন্যায় প্রাণহানি ছাড়াও ১২ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯০ হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি উত্তর ভিয়েতনামের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে, কর্তৃপক্ষ ও জনগণকে সামনের দিনে আরো বন্যা ও ভূমিধসের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী আগস্ট মাসে শুরু পর্যন্ত সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist