আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জুলাই, ২০১৮

‘তাজমহল ভেঙে দিন, না হয় পুনরুদ্ধার করুন’

তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়ে বুধবার চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধের রক্ষণাবেক্ষণ ইদানীং ‘হোপলেস কজ’ হয়ে দাঁড়িয়েছে বলে খেদ প্রকাশ করেন আদালত। এরপরই বিরক্ত আদালত বলেন, হয় আপনারা এটি (তাজমহল) ধ্বংস বা বন্ধ করে দিন, নতুবা পুনরুদ্ধার করুন। মোঘল আমলের এই ঐতিহাসিক সৌধের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে এ দিন আদালত বলেন, একা তাজমহলই দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারের সমস্যা মেটাতে পারে। এ ছাড়া, আইফেল টাওয়ারের তুলনায় তাজমহল যে অনেক বেশি সুন্দর সে কথাও উল্লেখ করেন বিচারপতিরা। এদিন কার্যত বিচারপতিদের লক্ষ্য ছিল উত্তরপ্রদেশে সরকারের পরিবেশ ও বন দফতর। এ বিষয়ে একটি সংসদীয় কমিটির রিপোর্টকে অগ্রাহ্য করা হয়েছে বলেও যোগী সরকারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন আদালত। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, দূষণের উৎস খুঁজে বের করতে একটি বিশেষজ্ঞ কমিটি নিয়োগের নির্দেশ দিয়েছেন দেশের শীর্ষ আদালত।

উল্লেখ্য, আগ্রা শহরটি বর্তমানে বাণিজ্যিক এলাকার অন্তর্গত। বিগত তিন দশকে এই এলাকার দূষণও মারাত্মক হারে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এ ২০১৮ সালের রিপোর্ট অনুসারে দূষিততম শহরগুলোর মধ্যে অষ্টম স্থানে আগ্রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist