আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জুন, ২০১৮

মানবাধিকার কাউন্সিল ছাড়ার ঘোষণা

মার্কিন মানবাধিকার সংস্থাতেই অসন্তোষ

যুক্তরাষ্ট্রের মানবাধিকার কাউন্সিল ছাড়ার সিদ্ধান্তে খোদ মার্কিন মানবাধিকার সংস্থাতেই অস্বস্তি ও হতাশা দেখা দিয়েছে। মানবাধিকার সুরক্ষায় কাউন্সিলের ভূমিকার প্রশংসা করে হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের একপেশে মানবাধিকার নীতির প্রতিফলন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে কমিশনে থাকা অন্য দেশগুলো আরো জোরালোভাবে মানবাধিকার সুরক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গত বছরও এই কাউন্সিলকে ‘ইসরায়েলবিরোধী’ আখ্যা দিয়েছিলেন হ্যালি। মঙ্গলবার কমিশন ছাড়ার ঘোষণা দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হ্যালি বলেন, কাউন্সিলটি মানবাধিকার রক্ষার প্রশ্নে খুবই দুর্বল সংগঠন। তার অভিযোগ ‘ভ- ও নিজ স্বার্থে পরিচালিত’ এই কাউন্সিল আসলে ‘মানবাধিকারের নামে রসিকতা করে’। গতবারও একই কারণে তারা কাউন্সিল থেকে সরে দাঁড়ায়। এখন অন্যান্য সদস্যরাষ্ট্রগুলো মানবাধিকার প্রতিষ্ঠায় আরো বেশি চেষ্টা করতে হবে।

কমিশন ছেড়ে যাওয়ার মার্কিন ঘোষণার অল্প সময়ের মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রা’দ আল হোসেন বলেন, হতাশাজনক হলেও অপ্রত্যাশিত নয়। আজকের বিশ্ব মানবাধিকার পরিস্থিতির সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সামনের দিকে তাকানো উচিত। পেছনে ফিরে যাওয়া উচিত নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist