আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মার্চ, ২০১৮

শি জিনপিং আজীবন প্রেসিডেন্ট প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

চীনা কমিউনিস্ট পার্টি সর্বোচ্চ দুই মেয়াদের পরিবর্তে প্রেসিডেন্ট শি জিনপিংকে অনির্দিষ্টকালের বা আজীবনের জন্য প্রেসিডেন্ট পদে থাকার ছাড়পত্র দিয়েছে। বিষয়টির দারুণ তারিফ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রও এক দিন এমনটা করে দেখাবে বলেও মনে করেন ট্রাম্প। শনিবার ট্রাম্প তার সাউথ ফ্লোরিডা এস্টেটে রিপাবলিকান ডোনারদের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজসভায় বক্তৃতা করতে গিয়ে এ কথা বলেন। এ সময় উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। দুই মেয়াদের বদলে শি জিনপিংয়ের আজীবনের জন্য প্রেসিডেন্ট হওয়ার যে ব্যবস্থা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি করেছে, ট্রাম্পের চোখে তা দারুণ ব্যাপার।

বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প আপন মুদ্রাদোষে একই কথা বারবার বলছিলেন, ‘হি ইজ নাউ প্রেসিডেন্ট ফর লাইফ। প্রেসিডেন্ট ফর লাইফ। অ্যান্ড হি ইজ গ্রেট। আই থিংক হি ইজ গ্রেট। (তিনি এখন আজীবন প্রেসিডেন্ট। আজীবন প্রেসিডেন্ট এবং তিনি মহান। আমি মনে করি তিনি মহান)।’

ট্রাম্প এ সময় শি জিনপিংকে ‘নিপাট ভদ্রলোক’ বলে প্রশংসা করে বলেন, ‘কয়েকশ বছরের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে ক্ষমতাধর চীনা প্রেসিডেন্ট।’ কিন্তু কয়েকশ বছর আগে তো দূরের কথা শ-দেড়শ বছর আগেও চীনে কোনো গণতন্ত্র, সমাজতন্ত্র বা প্রেসিডেনশিয়াল শাসনব্যবস্থা, কোনোটাই যে আদৌ ছিল না, তা ভালো করে না জেনেই অতিকথনে মেতে ওঠেন ট্রাম্প। এরপর আজীবন প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে নিজের প্রচ্ছন্ন ইচ্ছা বা পক্ষপাতের কথাও জানান দিতে ভোলেননি : ‘হয়তো এক দিন আমরাও তেমনটা করব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist