কক্সবাজার প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০১৭

আজ থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করবে সেনাবাহিনী

দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকে : কাদের

রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অবস্থান এখনো পরিষ্কার নয় মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ কারণে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা এখনো বাংলাদেশে আসছে। তাই রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শুক্রবার থেকে সেনাবাহিনী পুরোদমে কাজ শুরু করবে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে।’ দ্বিতীয় দফায় ১০৭ টন ভারতীয় ত্রাণ বিতরণের সময় তিনি এসব তথ্য জানান। এ সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি আরো বলেন, ‘৭১-এ ভারত আমাদের পাশে ছিল, এখনো আছে। যেকোনো দুঃসময়ে ভারত আমাদের সঙ্গে থাকে। তাই তিনি আশা করেন, ভারত যেন মিয়ানমারকে চাপ প্রয়োগ করে তাদের নাগরিকদের ফেরত নিয়ে যেতে।’ তিনি বলেন, ‘মিয়ানমার সরকারের মনোভাব গতিবিধি আমরা এখনো বুঝতে পারছি না। তবে মিয়ানমারের নাগরিক এসব রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে যেভাবে বিশ্বজনমত জোরদার হচ্ছে, তাতে আমরা খুব আশাবাদী।’

এ সময় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা অরুন দ্যুতি রায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় নেতা, কক্সবাজার জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের তিন ধরে আওয়ামী লীগের পক্ষে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist