নিজস্ব প্রতিবেদক

  ২৫ মে, ২০১৭

বিআরটিসির কর্তাদের একহাত নিলেন কাদের

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান, ডিরেক্টর অপারেশন এবং ডিপো ম্যানেজারদের একহাত নিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার রাজধানীর কমল্যাণপুরে বিআরটিসি ডিপোতে বিআরটিসি কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি তাদের ওপর অর্পিত দায়িত্ব স্মরণ করিয়ে দেন।

বিআরটিসির ডিরেক্টর অপারেশনকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীর মানুষ খুব ডিসিপ্লিন। আপনাকে (বিআরটিসির ডিরেক্টর অপারেশন) একটা মহৎ কাজে ডেপুটেশনে পাঠানো হয়েছে। আমার মনে হয় এ জায়গাটা সেনসেটিভ। তবে এখানে ঠিকমতো দায়িত্ব পালনের দৃষ্টান্ত দেখেছি খুব কম। আমার খুব কনফিডেন্স ছিল, যখন সেনাবাহিনীর অফিসাররা আছেন, এগুলো যথাযথভাবে চলবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘প্রশ্নবোধক একটা চিহ্ন আছে। সেটা হলো আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী বিআরটিসিকে কতটা জনস্বার্থে, জনসেবায় কাজে লাগাতে পারছি? যাত্রীসাধারণের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছি? এ বিষয়টা আজকে আত্মবিশ্লেষণের মাধ্যমে ভাবতে হবে। দীর্ঘকাল বিআরটিসি ছিল দুর্নামের ধরায়, সেই বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে শেখ হাসিনার সরকারের প্রয়াস কতটা সফল হয়েছে, সেটাও মাঝে মাঝে রিভিউ দরকার।’

‘আজকে বিআরটিসির গাড়িগুলো যাত্রীসেবা কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে, ভেতরের পরিবেশ কী? এসি গাড়িতে এসি আছে কি না? গরমে ফ্যান ঠিকমতো চলছে কি না? সিটগুলো ছাল-বাকল উঠে যাওয় কি না, সেগুলো ঠিকমতো আছে কি না?’ বিআরটিসির কর্মকর্তাদের উদ্দেশে এসব প্রশ্ন ছুড়ে দেন মন্ত্রী। বিআরটিসির চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ফ্যান ঠিকমতো কাজ করছে কি না, এসি চলছে কি না, ভেতরে মশা-মাছির বাসস্থান কি না, ধুলাবালি জমে থাকে কি না, গাড়িটা ঠিকমতো ধোয়ামোছা হয় কি না-এ বিষয়গুলো সিরিয়াসলি নিতে হবে। আমি কিন্তু মাঝেমধ্যে সাংবাদিকদের নিয়ে যাব। সাংবাদিকদের নিয়ে আমি স্পট ভিজিট করব। তখন যদি কোনো গলদ, ব্যত্যয় দেখি তাহলে আপনিও (বিআরটিসির চেয়ারম্যান) জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন না। নিয়ম সবার জন্য এক।’

ডিপো ম্যানেজারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ডিপো ম্যানেজাররা এখানে আছেন না? ডিপো ম্যানেজারদের বিষয়ে মাঝে মাঝে এমন অভিযোগ আসে খুব লজ্জা ও কষ্ট পাই। কত টাকা দরকার আপনাদের? জনগণের ট্যাক্সের টাকায় এ প্রতিষ্ঠান। জনগণের অর্থ নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না। আমি সবাইকে দোষারোপ করছি না ঢালাওভাবে। কিন্তু কেউ কেউ সীমা লঙ্ঘন করেছেন।’

বিআরটিসিকে সুনামের ধারায় ফিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতি-অনিয়ম বন্ধ করুন। চেয়ারম্যান সাহেব কিছু বিষয় আমি বারবার আপনাদের বলেছি। জনগণের অভিযোগ আমি শুনি। সব অভিযোগ পুরোপুরি সত্য তাও না, আবার সব অভিযোগ মিথ্যা তাও না। সত্য-মিথ্যা উভয় আছে। আমরা অভিযোগ আবার তদন্ত করে দেখি কতটা সত্য, কতটা মিথ্যা। জনবলের সংকট আছে, আমরা সেটা পূরণের চেষ্টা করছি। কিন্তু বিআরটিসির জন্য সরকার শুধু দিয়েই যাবে, কিছু পাবে না এটা ঠিক নয়। সম্মিলিতভাবে একযোগে কাজ করে বিআরটিসিকে লাভবান করুন।’

বিআরটিসির চালকদের উদ্দেশে তিনি বলেন, ‘গাড়ি যারা চালান তারা একটু নজর রাখবেন। আপনার বাচ্চাকে আপনি যেমন যতœ করেন, গাড়িটিও আপনার বাচ্চার মতো। এ গাড়ি আপনার আয় দিচ্ছে, গাড়িতেই আপনার জীবিকা নির্বাহ হচ্ছে, কাজেই গাড়িটাকে যতœ করবেন, ভালো রাখবেন। গাড়ির ভেতরে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। কিন্তু ছাল-বাকল নেই, ফ্যান নেই, এসি গাড়ির এসি নেই-এসব গাড়ি আমি রাস্তায় দেখতে চাই না।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist