প্রিন্স রাসেল, দুবাই থেকে

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

কেবল এই ম্যাচটির জন্যই তামিমকে মনে রাখতে হবে

ভাগ্যটা খারাপই বলতে হবে তামিম ইকবালের। ভিসা জটিলতার কারণে সবার শেষে আরব আমিরাতে পা রেখেছিলেন তিনি। কিন্তু দুবাইতে গিয়ে আরেকটি দুর্ভাগ্যের শিকার হতে হলো বাংলাদেশের ড্যাশিং ওপেনারকে। দলের বিপর্যয়ের মুখে লাসিথ মালিঙ্গার দ্বিতীয় ওভারে কব্জিতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তামিমকে। এরপর দৌড়াতে হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর বিষণœ বদনে বসে ছিলেন ড্রেসিংরুমে। কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারলেন কই! দলের প্রয়োজনে মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে ভাঙা কব্জি নিয়েই ব্যাটিংয়ে নেমে পড়লেন তামিম। সুরেঙ্গা লাকমলের বলে ঝুঁকি নিয়েই এক হাত ব্যাটিং করে অসম সাহসিকতার প্রমাণ দিলেন তামিম। তবে দুঃসংবাদ হচ্ছে, এশিয়া কাপটা শেষ হয়ে গেছে তামিমের। সুস্থ হয়ে উঠতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে তার। বাঁ-হাতে তখনো প্লাস্টার। ব্যাটিং গ্লাভস কেটেই তামিম হাত গলিয়ে দেন তার ভেতরে। তামিমের এই কীর্তিতে সাড়া পড়ে যায় ক্রিকেটবিশ্বে। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা প্রশংসায় ভাসান তামিমকে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও ম্যাচের পরে পুরস্কার বিতরণী ও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভূয়সী প্রশংসা করেন তামিমের।

মূলত পরশুর ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল তামিমের এমন এক হাতের ব্যাটিং। যা দেখে হতভম্ব হয়ে যায় শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। শেষ পর্যন্ত মুশফিকের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশ ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের দলকে। তবে এই জয়ের পর উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া ভাবছেন না তিনি। আফগানদের বিপক্ষে ম্যাচটি হতে পারে প্রতিশোধের। দেরাদুনে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষতটা পুষিয়ে নিতে চান স্টিভ রোডসের শিষ্যরা।

পরশু ম্যাচ শেষে মাশরাফি জয়ের কৃতিত্বটা দিয়েছেন মুশফিককে। তিনি বলেন, ‘সে খুবই চাপের মুখে খেলতে নেমেছিল। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ার পর সে ব্যাটিংয়ে নেমেছিল। আমি মনে করি, এটি বাংলাদেশের ক্রিকেটেরই অন্যতম সেরা ইনিংস। তামিমও ব্যাট করতে পারছিল না। এমন একটা সময় সে যেভাবে ইনিংসটা শেষ করেছে, সেটি দুর্দান্ত। মিথুনও দারুণভাবে চাপ সামলেছে।’

ম্যাশ মুগ্ধতা জানিয়েছেন তামিমকে নিয়েও ‘মাঠে নামার সিদ্ধান্তটা ওরই ছিল। কেবল এই ম্যাচটির জন্যই তামিমকে মনে রাখা উচিত। এখানে অনেক কিছুই ঘটে যেতে পারত। ওর ক্যারিয়ারের ব্যাপার ছিল এখানে। আমি মনে করি, সবার মনে রাখা উচিত। তামিমকে বাহবা জানাই, ওই সময় সে ব্যাটিংয়ে গিয়েছিল।’

পরের ম্যাচগুলোর জন্য মাশরাফিকে উৎসাহ জোগাচ্ছে মুশফিক-মিঠুনের জুটিটা। তার মতে, ‘বাকি ম্যাচগুলোয় মিঠুনের মতো কেউ যদি এগিয়ে আসে তাহলে দল হিসেবে আমাদের জন্য ভালো হবে। তামিম যদি খেলতে না পারে তাহলে স্কোয়াডে অন্য যারা তরুণ আছে, তাদের জন্য খুব ভালো সুযোগ এটি।’

এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে তামিমকে পাওয়া না গেলে সেটি বড় ধাক্কা হবে বলেও মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘তামিমের আরো একবার স্ক্যান করাতে হবে। এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যদি আমরা ওকে না পাই তাহলে সেটি অবশ্যই বড় এক ধাক্কা হবে। দেখা যাক কী হয়! সে এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েনি। আমাদের আরো দুই দিন অপেক্ষা করতে হবে তামিমের হাতে আরো একবার স্ক্যান করাতে হবে। ছোট চিড় আছে এটা নিশ্চিত। এখন আমাদের দেখতে হবে চোটটা কতটা খারাপ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close