নিজস্ব প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

নির্বাচনে খালেদার অংশগ্রহণ নিয়ে রাজনীতি কেন

কাদের

বিএনপি আদালত মানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারাবন্দি খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনাÑ সে বিষয়টিও রাজনীতির নয়। কিন্তু সেটা অহেতুক কেন রাজনীতিতে টেনে আনা হচ্ছে? গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন প্রশ্ন রাখেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনাÑ তা অহেতুক কেন রাজনীতিতে টেনে আনা হচ্ছে? এটা তো পুরোপুরি আদালতের এখতিয়ার। এটা আওয়ামী লীগ বা রাজনীতির বিষয় নয়। বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমি বলতে চাই, খালেদা জিয়ার রায় যে দিন হলো, তার আগে তড়িঘড়ি করে কেন তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দেওয়া হলো? ৭ ধারা ছিল দুর্নীতিতে দন্ডিত কোনো ব্যক্তি, দেউলিয়া হলে, উন্মাদ হলে, নৈতিকস্খলন হলে, সে বিএনপির কোনো পদে থাকতে পারবে না, সংসদ নির্বাচনে বিএনপির হয়ে অংশ নিতে পারবে না। তারা কেন সেটা বাদ দিল, এটা জনগণের প্রশ্ন।’

‘এটা বাদ দিয়ে তাদের দলের চরিত্র, বৈশিষ্ট্য, তাদের মানদন্ডটা কোথায় থাকল। দলের কাউন্সিল ছাড়াই গঠনতন্ত্র পরিবর্তন করতে পারে কিভাবে? এটা আমরা আওয়ামী লীগ কল্পনাও করতে পারি না। তারা কি এটা করে দুর্নীতি, দেউলিয়া হওয়া, উম্মাদ হওয়া, নৈতিকস্খলনের বৈধতা দিল, এটা আমার প্রশ্ন।’

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, রায় দিয়েছে আদালত আর তারা কর্মসূচি দিচ্ছে সরকারের বিরুদ্ধে। এর মানে তারা আদালত মানে না। রায় যদি যেনতেনভাবে হয় তাহলে তারা আপিল করে না কেন। এ সময় রায়ের অনুলিপি (কপি) পাওয়া নিয়ে বিলম্বের বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা আদালতের বিষয়। রায়ের কপি দেওয়ার দায়িত্ব আদালতের, সরকারের নয়। রায়ের কপি পাওয়ার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা আবেদন করেনি। সেটাও কারণ হতে পারে।

আরেকটি প্রশ্নের জবাবে কাদের বলেন, ’বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনের ট্রেন অপেক্ষা করবে না। আমরা বিএনপিকে উসকে দিচ্ছি না। তারা সুযোগ পেলেই বিশৃঙ্খলা, সহিংসতা করে। সুযোগ পাচ্ছে না, ক্ষমতা নেই, তাই শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলছে, সহিংসতা করতে পারছে না। তারা মিলিট্যান্স ভায়োলেন্স করে, পুলিশের রাইফেল ভাঙে, ছিনিয়ে নেয়। তারা সুযোগ পেলে সবই করে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist