চাকরি ডেস্ক

  ১৫ মার্চ, ২০১৯

বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ

* আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

পদ ও যোগ্যতা : পরীক্ষা নিয়ন্ত্রক ১ জন। স্নাতকোত্তর বা সমমান। শিক্ষকতায় এবং পরীক্ষা পরিচালনায় কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়স ৩৫ বছর। অভিজ্ঞদের বেলায় বয়স শিথিলযোগ্য।

বেতনক্রম : জাতীয় বেতন স্কেলের ১০তম গ্রেড।

প্রদর্শক (জীব-২ এবং রসায়ন-১ জন)। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমান। বয়স ৩০ বছর।

বেতনক্রম : জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেড।

জুনিয়র শিক্ষক ২১ জন। স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমান। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফলাফল। অভিজ্ঞদের অগ্রাধিকার। বয়স ৩০ বছর। বেতনক্রম : জাতীয় বেতন স্কেলের ১২তম গ্রেড।

অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ৩ জন। এইচএসসি বা সমমান। টাইপিং গতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০। বয়স ৩০ বছর।

বেতনক্রম : জাতীয় বেতন স্কেলের ১৪তম গ্রেড।

ফটোগ্রাফার-কাম-আইটি সহকারী ১ জন। এইচএসসি বা সমমান। ফটোগ্রাফি ও কম্পিউটার হার্ডওয়্যার এবং স্মার্টবোর্ড পরিচালনায় দক্ষ। বয়স ৩০।

বেতনক্রম : জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেড। ফটোকপি মেশিন অপারেটর ১ জন। এসএসসি বা সমমান। বয়স ৩০ বছর। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ।

বেতনক্রম : জাতীয় বেতন স্কেলের ২০তম গ্রেড।

নিরাপত্তাকর্মী ২ জন, আয়া ২ জন, মালী ২ জন, ড্রাইভার/হেলপার ২ জন করে। অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ।

বেতনক্রম : জাতীয় বেতন স্কেলের ২০তম গ্রেড। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ।

যোগাযোগ : আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

* ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : সেকশন অফিসার ১ জন। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএসহ স্নাতকোত্তর। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়স ৩০ বছর। কম্পিউটার জানাসহ কোয়ালিটি অ্যাসিউরেন্স কাজে দুই বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

অ্যাকাউন্টস অফিসার ১ জন। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএসহ স্নাতকোত্তর। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়স ৩০ বছর। কম্পিউটার জানাসহ কোয়ালিটি অ্যাসিউরেন্স কাজে দুই বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ।

যোগাযোগ : ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সূত্র : ইত্তেফাক

* বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

পদ ও যোগ্যতা : সহকারী শিক্ষক (ইংরেজি)। ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ (বিএড সম্পন্নকারীর ক্ষেত্রে) এবং ১২৫০০-৩০২৩০ বিএড ব্যতীত।

সহকারী শিক্ষক (গণিত)। গণিত বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ (বিএড সম্পন্নকারীর ক্ষেত্রে) এবং ১২৫০০-৩০২৩০ বিএড ব্যতীত। আবেদনের শেষ তারিখ ১৭ মার্চ।

যোগাযোগ : বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া সেনানিবাস, বগুড়া।

সূত্র : ইত্তেফাক

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close