চাকরি ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০১৮

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি

* আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর

পদ ও যোগ্যতা : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩৫টি। দ্বিতীয় বিভাগ বা সমমান নিয়ে এইচএসসি। কম্পিউটার পরিচালনায় দক্ষ। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী ১৭টি। এইচএসসি বা সমমান। কম্পিউটার পরিচালনায় দক্ষ।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২টি। এইচএসসি। কম্পিউটার পরিচালনায় দক্ষ। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : ড্রাইভার ২টি। অষ্টম শ্রেণি। হালকা ও ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১০ ডিসেম্বর।

যোগাযোগ : উপনিয়ন্ত্রক, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রণের দপ্তর, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ১৭ নভেম্বর

* বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন

পদ ও যোগ্যতা : উপব্যবস্থাপক, হিসাব, ২টি; অর্থ ১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ ইন্টারমিডিয়েট সিএ/তৃতীয় পার্ট আইসিএমএ অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে স্নাতক।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক, বাণিজ্য ও অপারেশন, ৩টি; এমআইএস, ১টি; নিরীক্ষা ১টি। সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার/পিএ ৫টি। এইচএসসি। সাঁটলিপিতে গতি বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ। টাইপিংয়ে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : এলডিএ-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯টি। এইচএসসি। টাইপিংয়ে গতি ইংরেজিতে ৮০ ও বাংলায় ৩০ শব্দ।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৮ ডিসেম্বর।

যোগাযোগ : সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, জ্বালানি ও খনিজ সম্পদ

বিভাগ, বিএসএসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম।

সূত্র : জনকণ্ঠ, ১৯ নভেম্বর

* বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

পদ : হিসাবরক্ষক ১টি।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ : লাইব্রেরি সহকারী ২টি। ক্লাসিফায়ার ১টি। প্রডাকশন সহকারী ১টি। মেকআপ আর্টিস্ট ১টি।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ : লিফট মেকানিক ১টি।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৭ ডিসেম্বর।

যোগাযোগ : রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

সূত্র : জনকণ্ঠ, ১৯ নভেম্বর

* কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট

পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী, ৫টি। স্নাতক বা সমমান।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৩টি। এইচএসসি বা সমমান। ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি/টাইপিং ইত্যাদি কাজে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় ২০ শব্দ করে।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : সিপাই ২২টি। এসএসসি বা সমমান।

বেতনক্রম : ৯০০০-২১৩১০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ৪টি। অষ্টম শ্রেণি।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১২ ডিসেম্বর।

যোগাযোগ : কমিশনার, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণ।

সূত্র : প্রথম আলো, ১৮ নভেম্বর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close