চাকরি ডেস্ক

  ১৮ মে, ২০১৮

বাছাই চাকরি

* বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ

পদ ও যোগ্যতা : সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ২টি। ভূতত্ত্ব/ভূতত্ত্ব ও খনিবিদ্যায় এমএসসি। গবেষণা কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা : সর্বনিম্ন ৩২ বছর।

বেতন : ৫১২০০ টাকা।

পদ ও যোগ্যতা : সায়েন্টিফিক অফিসার, ২টি। ভূতত্ত্ব/ভূতত্ত্ব ও খনিবিদ্যা/পরিবেশবিজ্ঞানে এমএসসি।

বেতন : ৩২৩০০ টাকা। পদ ও যোগ্যতা : সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, ১টি। বাণিজ্যে বিকম। কম্পিউটারে এমএস ওয়ার্ড বাংলা ও ইংরেজিতে কাজের দক্ষতা অগ্রাধিকার পাবে।

বেতন : ২৪৭০০ টাকা। আবেদনের শেষ তারিখ : ২০ মে। যোগাযোগ : পরিচালক, বিসিএসআইআরের আইএমএমএমে একটি খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠাকরণ শীর্ষক উন্নয়ন প্রকল্প, বিসিএসআইআর, সায়েন্স ল্যাবরেটরি রোড, খনজনপুর, জয়পুরহাট-৫৯০০। ওয়েব : www.bacsir.gov.bd

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২১ এপ্রিল

* জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

পদ ও যোগ্যতা : সহকারী কিউরেটর, ১টি। পদার্থ, ফলিত পদার্থ, কম্পিউটার, ফলিত রসায়ন, উদ্ভিদ বা প্রাণিবিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা যান্ত্রিক, বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলে দ্বিতীয় শ্রেণির স্নাতক।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। আবেদনের শেষ তারিখ : ২০ মে।

যোগাযোগ : মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭। সূত্র : সমকাল, ২১ এপ্রিল

* ঢাকা বিশ্ববিদ্যালয় পদ ও যোগ্যতা : হোমিও মেডিকেল অফিসার, ৩টি। বিএইচএমএস। স্বাস্থ্য অধিদফতরের রেজিস্ট্রেশনপ্রাপ্ত। চিকিৎসাকেন্দ্র বা সমজাতীয় প্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/গ্রেড/সমমান গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। পদ ও যোগ্যতা : হোমিও সহকারী মেডিকেল অফিসার, ১টি। স্নাতক। ডিএইচএমএস। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৪ মে।

যোগাযোগ : রেজিস্ট্রার, কক্ষ-২০৩, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সূত্র : প্রথম আলো, ২৮ এপ্রিল

* বিমান বাংলাদেশ এয়ারলাইনস

পদ ও যোগ্যতা : ম্যানেজার, ইনফরমেশন টেকনোলজি, ১টি। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক। ন্যূনতম দুটি প্রথম শ্রেণি বা সমমান। স্নাতকোত্তর অগ্রাধিকার। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়। ম্যানেজার, সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রামিং, ১টি। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক।

বয়সসীমা : ৩৫ থেকে ৪৫ বছর।

বেতনক্রম : ৫০০০০-১২০০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২০ মে।

যোগাযোগ : মানবসম্পদ বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, হেড অফিস, বালাকা, কুর্মিটোলা

ঢাকা-১২২৯।

সূত্র : ডেইলি স্টার, ২৭ এপ্রিল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist