চাকরি ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

সেতু বিভাগে চার পদে নিয়োগ

চার পদে মোট ছয়জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের অধীনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সহকারী প্রকৌশলী (সিভিল) পদে তিনজনকে নেওয়া হবে। এ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

সহকারী পরিচালক পদে একজনকে নেওয়া হবে। দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী কিংবা এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এ পদের জন্য।

অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের জন্য কম্পিউটার, ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। একজন নেওয়া হবে এতে। প্রার্থীদের স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। প্রটোকল-কাম পাবলিক রিলেশন্স অফিসার পদে নেওয়া হবে একজনকে। দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স বা সমমান ডিগ্রিধারী প্রার্থীদের জন্য এ পদ। তবে গণযোগাযোগ বিষয়ে সংশ্নিষ্ট ডিগ্রিধারীদের দেওয়া হবে অগ্রাধিকার। যেকোনো পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। আর বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের [www.bba.gov.bd] eRecruitment menu সবহঁ-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সব নিয়ম, শর্ত ও নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া আছে সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে।

সূত্র : সমকাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist