বিনোদন প্রতিবেদক

  ১৪ আগস্ট, ২০১৭

চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে দ্বন্দ্বের অবসান

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে চলচ্চিত্র পরিবারের সদস্যদের দ্বন্দ্বের অবসান হলো। শনিবার রাতে সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের আমন্ত্রণে তার ধানমন্ডির বাসভবনে চলচ্চিত্র পরিবারের সদস্য ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা এক বৈঠকে বসেছিলেন। সেখানেই অবসান হয় এই দ্বন্দ্বের। বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক অভিনেতা ফারুক, সদস্য সচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি রিয়াজ, প্রযোজক খোরশেদ আলম খসরু, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস ও সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন।

সেন্সর বোর্ডের সদস্য ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, নিজেদের মধ্যে বিরোধ রাখতে চাই না। চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে দ্বন্দ্বের অবসান আমিও চাই। সবাই মিলেমিশে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই। বৈঠকে আমরা সব ভুলে মিলেমিশে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist