বিনোদন প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০২০

নাট্যজন মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তী

আজ ১৮ জানুয়ারি সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘থিয়েটার’। মমতাজউদদীন আহমদের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী, গান, আবৃত্তি, নাট্যাভিনয়সহ বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্য দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ।

বাংলা সাহিত্যের অধ্যাপক মমতাজউদদীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। তার রচিত ও নির্দেশিত নাটক ‘সাতঘাটের কানাকড়ি’ এ দেশের নাট্যাঙ্গনে মাইলফলক হিসেবে চিহ্নিত। অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে বর্ণচোরা, স্বাধীনতা আমার স্বাধীনতা, জমিদার দর্পণ, বটবৃক্ষের ধরমকরম, ফলাফল নিম্নচাপ, যামিনীর শেষ সংলাপ, দুই বোন, ওহে তঞ্চক, খামাখা খামাখা, স্বাধীনতার সংগ্রাম, নাট্যত্রয়ী, হৃদয়ঘটিত ব্যাপার-স্যাপার ইত্যাদি। নাট্যচর্চায় অবদানের জন্য মমতাজউদদীন আহমদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close