বিনোদন প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০২০

১৮ প্রেক্ষাগৃহে স্পর্শিয়ার ‘কাঠবিড়ালী’

আজ থেকে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালী’ সিনেমাটি। নিয়ামুল মুক্তা পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া।

এর আগে গত ২৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে এ সিনেমার প্রর্দশনী হয়েছিল। এবার বড় পরিসরে প্রেক্ষাগৃহে আসছে ‘কাঠবিড়ালী’। সিনেমার পরিচালক নিয়ামুল মুক্তা জানান, মানবিক সম্পর্কের অনেক চড়াই-উতরাই থাকে তা নিয়ে তৈরি হয়েছে ‘কাঠবিড়ালী’। সিনেমাটিতে স্পর্শিয়া অভিনয় করেছেন ‘কাজল’ চরিত্রে। যেখানে মেয়েটি কখনো শান্ত, কখনো চঞ্চল।

স্পর্শিয়া বলেন, চরিত্রটি আমার জন্য নতুন। পাশাপাশি একটি চ্যালেঞ্জ। আমার মতে যত দিন নারী-পুরুষ থাকবে, মানুষের মধ্যে বোঝাপড়ার জায়গা থাকবে, তত দিন এই ছবির গল্প পুরোনো হবে না।’

তিনি আরো বলেন, প্রথম সপ্তাহে কম প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় সপ্তাহ থেকে আরো বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। আমার বিশ্বাস কাঠবিড়ালী দর্শক পছন্দ করবেন। কারণ, এর আগে যারা সিনেমাটি দেখেছেন কেউ মন্দ বলেননি। এদিকে এরই মধ্যে এই সিনেমার ‘সুন্দর কন্যা’ শিরোনামের একটি গান জনপ্রিয়তা পেয়েছে। চিলেকোঠা ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় স্পর্শিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর, সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। সিনেমাটির কাহিনি লিখেছেন পরিচালক নেয়ামূল মুক্তা নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। সিনেমাটি দেখা যাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, শ্যামলী, আনন্দ ও চিত্রামহলে। এছাড়া ঢাকার বাইরে সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), রুপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল) সহ দেশের ১৮ প্রেক্ষাগৃহে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close