বিনোদন প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০১৯

আমজাদ হোসেন স্মরণে নানা আয়োজন

চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। নানা আয়োজনে চলচ্চিত্র পরিচালক সমিতিসহ অন্যান্য সংগঠন তাকে স্মরণ করবে। চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমজাদ হোসেন থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান। প্রথম মৃত্যুবার্ষিকীতে দিনভর নানা আয়োজনে গুণী এ চলচ্চিত্রকারকে স্মরণ করার পরিকল্পনার অংশ হিসেবে সকালে কোরআন খতম, আলোচনা অনুষ্ঠান, জোহরের পর মিলাদ ও শেষে তবারক বিতরণ করা হবে।

১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্ম নেওয়া আমজাদ হোসেন লেখক, গীতিকার, অভিনেতা হিসেবেও পরিচিত। ‘হারানো দিন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৬১ সালে রুপালি পর্দায় তার আগমন। পরে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় তিনি বেশি সময় দেন। ১৯৬৭ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘খেলা’। সাড়াজাগানো চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’-এর চিত্রনাট্য লেখায় জহির রায়হানের সঙ্গে আমজাদ হোসেনও ছিলেন। গান রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়া সরকার তাকে একুশে পদকেও ভূষিত করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close