বিনোদন ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

‘পড়াশোনাটা খুব দরকার’

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে মহাখুশি। কিন্তু তাতে কী? শিক্ষাজীবন নিয়ে তার আফসোসের অন্ত নেই। সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘মাত্র ১৭ বছর বয়সে হুটহাট সিদ্ধান্ত নিয়ে শুটিং শুরু করেছিলাম। আমার মনে হয়, আরো পড়াশোনা করা উচিত ছিল। বর্তমান সময়ে পড়াশোনা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আরো বেশি ডিগ্রি নিতে পারতাম। অভিনয়ই করতে চেয়েছিলাম, কিন্তু তা আরো কয়েক বছর পর শুরু করলে ভালো হতো।’ তবে ছেলে তৈমুর মন দিয়ে পড়াশোনা করুকÑ এমনটাই চান কারিনা। বড় হয়ে যেকোনো পেশা বেছে নিতে পারে সে। কিন্তু তার আগে পড়াশোনা শেষ করার বিষয়ে জোর দেবেন এ অভিনেত্রী। কারিনা বলেন, ‘সাইফের পরিবারের সবাই উচ্চশিক্ষিত। অনেকে অক্সফোর্ড, ক্যামব্রিজে পড়াশোনা করেছেন। সাইফও সন্তানদের পড়াশোনার বিষয়ে জোর দেয়। সারা-ইব্রাহিমকেই দেখুন না! কিন্তু আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যারা সিনেমাপাগল। যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি পড়াশোনাটা খুব দরকার। তাই তৈমুরের ক্ষেত্রেও আমি এটা করতে চাই।’ কারিনা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীরে ডি ওয়েডিং’। শশাংক ঘোষ পরিচালিত এ সিনেমায় কারিনা ছাড়াও অভিনয় করেন সোনম, স্বারাভাস্কর, শিখাতাল সানিয়া, সুমীত ব্যাস। ২০১৮ সালের ১ জুন সিনেমাটি মুক্তি পায়। বর্তমানে কারিনার হাতে ‘গুড নিউজ’ সিনেমার কাজ রয়েছে। এতে অভিনয় করছেন অক্ষয় কুমার, কিয়ারা আদভানি, দিলজিৎ দোসানিসহ অনেকে। আগামী ৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close