বিনোদন প্রতিবেদক

  ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

বুলবুল স্মরণে গাইবেন চম্পা

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী চম্পা বনিক। সদ্য প্রয়াত বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে আগামী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে সংগীত পরিবেশন করবেন তিনি। এরই মধ্যে ‘গান চিরদিন’ নামক বিটিভির একটি অনুষ্ঠানে বুলবুল স্মরণে দুটি দেশাত্মবোধক গান গেয়েছেন চম্পা বনিক। গান দুটি হচ্ছে ‘সেই রেললাইনের পাশে’ ও ‘সব কটা জানালা খুলে দাও না’। আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি চম্পা পরপর দুই দিন দুটি ভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করবেন। আগামী ৮ ফেব্রুয়ারি এনটিভির ‘ছুটির দিনে’ অনুষ্ঠানে সকাল ৮টা ১০ মিনিটে তিনি সরাসরি গাইবেন। আবার পরদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি রাত ১১টায় নাগরিক টিভিতে ‘গানওয়ালা’ অনুষ্ঠানে গাইবেন তিনি। চম্পা বনিক বলেন, ছুটির দিনে এবং গানওয়ালা দুটিই দুটি চ্যানেলের জনপ্রিয় দুটি সংগীতানুষ্ঠান। যে কারণে চ্যানেলের আগ্রহে পরপর দুই দিন দুটি চ্যানেলে গাওয়ার জন্য সম্মতি জানিয়েছি। সত্যি বলতে কী এখন তো স্টেজ শোর মৌসুম। চ্যানেলে গাওয়ার জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এটাও সত্যি চ্যানেলের আলাদা দর্শক রয়েছে। তাদের জন্যও আমাদের গাইতে হয়। শিল্পী হিসেবে যেকোনো জায়গায় যেকোনো পরিবেশে সংগীত পরিবেশন করাটাকে আমি সম্মানের চোখে দেখি। শ্রোতা দর্শকের আগ্রহ, ভালোলাগা থেকেই একজন শিল্পীর এগিয়ে যাওয়ার পথ সহজ হয়। আর আগের চেয়ে এখন আমি নিজের গান গাওয়াটা অনেক বেশি উপভোগ করি। কারণ এই গান কিংবা গান গাওয়াটাই শুধু একান্ত আমার। এরই মধ্যে লেজার ভিশন ও চম্পার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘চম্পা বনিক’-এ তার নতুন দুটো গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গান দুটির একটি হচ্ছে রবীন্দ্রসংগীত-মায়াবন বিহারিনী হরিণী। আর অন্যটি হচ্ছে রবিউল ইসলাম জীবনের লেখা ও আরিফিন রুমীর সুর সংগীতে ‘মন শুধু তোমাকে চায়’। এদিকে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও ফরিদ আহমেদের সুর সংগীতে চম্পা বনিক আরেকটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা হচ্ছে, ‘একটি সকাল একঝাঁক গুলি এবং আর্তনাদ’। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close