বিনোদন প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৮

সেই পথে ডায়না, সঙ্গে ইরফান সাজ্জাদ

কাজী নূসরাত জাহান ডায়না, দীর্ঘদিন ধরেই টিভি নাটকে এবং সিনেমায় অভিনয় করছেন। এবার অন্য রকম একটি গল্পের নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘সেই পথে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেজবাহ শিকদার। এরই মধ্যে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এই নাটকে ডায়নার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডায়না বলেন, ‘অভিনয়ে দীর্ঘদিনের চলার পথে অনেক ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছি আমি। সেই পথে নাটকটির গল্প এবং আমার চরিত্রটি মনে দাগ কেটেছে। যে কারণে কাজটি আমি অনেক আগ্রহ নিয়ে করেছি। এতে আমার বিপরীতে ইরফান সাজ্জাদ অভিনয় করার সময়ও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে সেই পথে নাটকটির নির্মাণ অনেক ভালো হয়েছে। আমি আশা করি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘ডায়না চমৎকার অভিনয় করে। জুটি হিসেবে তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমরা দুজন মেজবাহ শিকদারের লেখা গল্পটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’

ডায়না জানান ‘সেই পথে’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। আর যদি চলতি বছরে প্রচার না করা যায়, তাহলে আগামী ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে। কারণ ‘সেই পথে’ একটি ভালোবাসার গল্পের নাটক। ডায়না ২০১৫ সালে ‘নয়নমনি কালচারাল অ্যাওয়ার্ড’-এর আওতায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে ডায়না খিঁজির হায়াত খানের নির্দেশনায় ‘জাগো’ সিনেমায় অভিনয় করেন। এটি ছিল তার প্রথম সিনেমা। পরবর্তীতে তিনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘গেরিলা’ সিনেমায় অভিনয় করেন। ডায়না সিটিসেল, বাংলালিংক, রবি মাদার্স ডে’সহ আরো বেশকিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন।তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে নূরুল আলম আতিকের ‘হিমিগিরিতে ঝরা পালক’, ‘এ শহর জাদুর শহর’, দেবাশীষ বিশ্বাসের ‘চিঠি’, দেবাশীষ বড়–য়া দীপের ‘দিগন্তের শেষ প্রান্তে’, শিহাব শাহীনের ‘মুম্বাসা’, ‘মন ফড়িংয়ের গল্প’ ইত্যাদি। আট বছর পর এফএস নাঈমের বিপরীতে নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘ভালোবাসা না বাসা’ নাটকে অভিনয় করেন ২০১৭ সালে। আর ইরফান সাজ্জাদ অস্ট্রেলিয়ায় ‘আঘাত’ নামক ওয়েব সিরিজের কাজে ব্যস্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close