বিনোদন প্রতিবেদক

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

‘জন্মভূমি’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে গত সোমবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো প্রসূন রহমান নির্মিত ‘জন্মভূমি (দ্য বার্থ ল্যান্ড)’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। প্রিমিয়ার শো’তে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, সাবেক রাষ্ট্রদূত এম জমির, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ইউএস অ্যাম্বেসির পাবলিক অ্যাফেয়ার্স অফিসার নিকোলাস পেপ, ইউএস অ্যাম্বেসির ইনফরমেশন অফিসার জে জে জোরিয়া, সিআরআইয়ের ঢাকা ব্যুরোর চিফ করেসপন্ডেন্ট মিস আনন্দী, জাপান অ্যাম্বেসির পাবলিক রিলেশন অ্যান্ড কালচারাল সেকশনের প্রধান মাচিকো ইয়ামামুরা প্রমুখ।

ছবিটি নিয়ে নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘জন্মভূমি চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকা- চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে। এদের মধ্যে প্রায় ৬৫ হাজার নারী গর্ভবতী ছিল এবং অনেকে মিয়ানমার আর্মি দ্বারা ধর্ষিত হয়। বাংলাদেশ সরকার তাদের আশ্রয়ের জন্য কুতুপালংয়ে শরণার্থী শিবির তৈরি করে দেন। তাদের এখন একটাই স্বপ্ন, নিজেদের জন্মভূমিতে ফিরে যাওয়া।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার ও নাসির উদ্দিনসহ আরো অনেকে।

এ ছাড়াও ছবিটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন, অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা সালাউদ্দিন লাভলু, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গোলাম সোহরাব দোদুল, দীপঙ্কর দীপন ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরীসহ চলচ্চিত্রটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close